চীনেই যাচ্ছেন বেল?
ইংলিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদ থেকে চীনেই পাড়ি জমাচ্ছেন গ্যারেথ বেল। তিনি চীনের ক্লাব জিয়াংসু সানিংয়ে যোগ দিতে পারেন বলে রিপোর্ট করে একাধিক সংবাদমাধ্যম। চুক্তি হয়ে গেলে সপ্তাহে ১ মিলিয়ন পাউন্ড বেতন হবে ৩০ বছর বয়সীর।
এর আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এক প্রীতি ম্যাচের পর রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলেছিলেন, "বেলের চলে যাওয়া দুইপক্ষের জন্যই ভালো" এবং বেলের দলবদলকে বলেছিলেন "অবশ্যসম্ভাবী"। এরপর বেলের ক্লাব ছাড়া মনে হচ্ছে সময়ের ব্যাপার। ইউরোপের বেশ কিছু ক্লাবের নাম অবশ্য শোনা গিয়েছিল প্রথমে, তবে তার চীনে যাওয়ার গুঞ্জনটাই জোরালো ছিল শুরু থেকে। এখন সেটাই সত্যি হওয়ার পথে।
মাদ্রিদে কাটানো ৬ বছরে বেশ সফল ছিলেন বেল। চারবার চ্যাম্পিয়নস লিগ, এক লা লিগা, তিন ইউয়েফা সুপার কাপ, তিন ক্লাব বিশ্বকাপ জিতেছেন ক্লাবের হয়ে। ছয় বছর আগে বিশ্বরেকর্ড গড়ে তাকে টটেনহাম হটস্পার থেকে দলে ভিড়ীয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও গত চার বছরে ইনজুরিসহ নানান কারণে মাত্র ৭৯টি ম্যাচ শুরু করেছিলেন বেল একাদশে থেকে।