• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গার্দিওলা যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে!

    গার্দিওলা যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে!    

    জুনের ৩০ তারিখের পর থেকেই সিটিজেনদের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন 'হাই-ভোল্টেজ' কোচ পেপ গার্দিওলা! ক্লাব কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছে। ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু হয়ে তিন বছরের জন্য চুক্তি হয়েছে গার্দিওলার সাথে। 

     

    ম্যানচেস্টার সিটি ক্লাব বিবৃতি 

     

    ৪৫ বছর বয়স্ক গার্দিওলা এই মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়া এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আসার ঘোষণা দেয়ার পরপরই তাঁকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসিসহ ইংলিশ ক্লাবগুলো জোর চেষ্টা চালাচ্ছিলো। বিবৃতি থেকে জানা যায়, সিটিজেন কর্তৃপক্ষ ২০১২ সাল থেকেই গার্দিওলার সাথে কথা বলা আসছে এই ব্যাপারে! 

     

    তবে মৌসুমের মাঝপথে, যখন ম্যানচেস্টার সিটি ঘরোয়া লিগ শিরোপা জেতার কক্ষপথেই রয়েছে, তখন এমন একটি সিদ্ধান্ত খানিকটা অবাক করার মতন। 

     

    পেলেগ্রিনি ইতিহাদ স্টেডিয়ামে কোচ হয়ে এসেছিলেন ২০১৩ সালে। এই চিলিয়ানের অধীনে ২০১৩-১৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ আর লিগ কাপের শিরোপা জিতেছিলো। পেলেগ্রিনির অধীনে ৯৯টি লিগ ম্যাচের ৬৪টিই জিতেছে সিটি। কেবল মরিনহোই কোচ হিসেবে প্রথম ৯৯টি ম্যাচে এর থেকে বেশি ম্যাচ (৭৩) জিতেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে।