• শ্রীলংকার বাংলাদেশ সফর
  • " />

     

    নিসাঙ্কা-আসালাঙ্কার ম্যাচ জয়ী ইনিংসে ম্লান হৃদয়ের প্রচেষ্টা

    নিসাঙ্কা-আসালাঙ্কার ম্যাচ জয়ী ইনিংসে ম্লান হৃদয়ের প্রচেষ্টা    

    ২য় ওয়ানডে, বাংলাদেশ-শ্রীলঙ্কা (টস-শ্রীলঙ্কা/বোলিং)
    বাংলাদেশ - ২৮৬/৭, ৫০ ওভার  (হৃদয় ৯৬*, সৌম্য ৬৮, শান্ত ৪০, হাসারাঙ্গা ৪/৪৫, মাদুশাঙ্কা ২/৩০, মাদুশান ১/৭২)
    শ্রীলঙ্কা - ২৮৭/৭, ৪৭.১ ওভার (নিসাঙ্কা ১১৪, আসালাঙ্কা ৯১, হাসারাঙ্গা ২৫, তাসকিন ২/৪৯, শরিফুল ২/৪৯, তাইজুল ১/৪৩)
    ফলাফল - শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী


     

    প্রথম ম্যাচের মতই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই জয় ছিনিয়ে নিল। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপটা তাই আরও বেড়ে গেল পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে; তবে সেঞ্চুরি মিস করেও চারিথ আসালাঙ্কাকে সেই আক্ষেপে পুড়তে হয়নি বল হাতে দারুণ খেলা ওয়ানিন্দু হাসারাঙ্গার শেষ বেলার কার্যকর ক্যামিওতে।

    অথচ বল হাতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম বলেই আভিস্কা ফার্নান্দোকে বাড়ির পথ দেখান শরিফুল ইসলাম, সেখান থেকে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে লঙ্কানরা। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের খেলার ধরন ঠিক রেখে এগিয়ে যেতে থাকেন নিসাঙ্কা। সাথে যোগ দিয়ে আসালাঙ্কাও ব্যাকফুটে ঠেলে দেন বাংলাদেশ বোলারদের। সেই সাথে পেসারদের সরিয়ে স্পিনারদের আনা হলে যেন আরও পেয়ে বসে লঙ্কানরা; বিশেষ করে তাইজুল ইসলামকে তো হেসেখেলে মোকাবেলা করেছে দুজন। দুই ওভারের মধ্যেই দুজন নিজেদের ফিফটি পূর্ণ করলে তাদের লাগাম টেনে ধরাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল এক পর্যায়ে। তবে স্রোতের বিপরীতে ২৯তম ওভারে মিড অফে নিসাঙ্কা ক্যাচ তুলে দিলেও লুফে নিতে পারেননি শান্ত।

    সেখান থেকে দুর্দান্ত এক বছর কাটাতে থাকা নিসাঙ্কা নিজের শেষ ৫ ওয়ানডের মধ্যে ৩ নম্বর সেঞ্চুরি তুলে ফেলেন। ১১৩ বলে ১১৪ রান করার পর মিরাজের বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে নিসাঙ্কা ফিরলেও বেশ দেরি হয়ে গিয়েছিল বলেই মনে হচ্ছিল। তবে পরের ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হয়ে আসালাঙ্কা ৯৩ বলে ৯১ রানে ফিরলে ম্যাচে বাংলাদেশের ফেরার সম্ভাবনা জাগে। সেই সম্ভাবনা প্রায় একাই ধূলিসাৎ করে দেন হাসারাঙ্গা। ধীরে ধীরে তৈরি হওয়া চাপটা প্রায় একাই সরিয়ে নেন হাসারাঙ্গা, তানজিম সাকিবকে ছয় মেরে। পরের ওভারে তাইজুলের শিকার হয়ে ১৬ বলে ২৫ রানে থামার আগেও ১১ রান নিয়ে বাংলাদেশের সম্ভাবনা মাটি চাপা দিয়ে দেন। বাকি পথটুকু দুনিথ ওয়েলালাগে ১৫* রানে অপরাজিত থেকে পাড়ি দিয়ে শ্রীলঙ্কাকে জয়ের রাস্তা বাতলে দেন।