একপেশে, অঘটন, নাকি পন্ড?
ভাবতে পারেন, অস্ট্রেলিয়ার সাথে একটা ওয়ানডে ম্যাচ জিতল ইংল্যান্ড আর বিশ্বজুড়ে এটা গণ্য হল অঘটন হিসেবে? অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাল সমীকরণটা অনেকটা এরকমই। ফর্মের সাথে যুঝতে থাকা ইংলিশ খেলোয়াড়দের বিপক্ষে সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটানো অসি খেলোয়াড়দের লড়াইটা একপেশে হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মেলবোর্নের এমসিজি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আবহাওয়া ও পিচ পূর্ভাবাসঃ
এক লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এমসিজির ৯০০০০ আসন কাল পূর্ণ হওয়ার আশা করছেন আয়োজকরা। এ বিশাল দর্শককুলের কালকের দিনটা হতাশায় আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে যথেষ্ট। ‘দ্য ওয়েদার চ্যানেল’-এর পূর্ভাবাস বলছে সকালে বজ্রসহ বৃষ্টি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে বিকেলের আকাশের অশ্রু বর্ষণেরও। মেলবোর্নের ‘ড্রপ-ইন পিচ’-এর আচরন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না কখনোই। তবুও পিচ কিউরেটরের কথার উপর ভরসা করে ধারণা করা হচ্ছে পেসারদের জন্য সুবিধাজনক হবে এ উইকেট।
সাম্প্রতিক চিত্রঃ
কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজটার কথাই ধরা যাক। ঐ সিরিজে তিনবার সাক্ষাত হয়েছে এ দুই দলের, তিনবারই জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। ইংল্যান্ড অবশ্য দুটো ম্যাচ জিতেছিল সে সিরিজে, তবে সেটা তিন মাস ধরে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতের সঙ্গে। ইংল্যান্ড সমর্থকদের জন্য আরও বড় দুঃসংবাদ, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১৫ ম্যাচের ১৩টিতেই হারের মুখ দেখেছে ইংলিশরা।
দুই স্কোয়াডে একটু ঢুঁঃ
ইংল্যান্ডের একাদশে খুব বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা কম, যেহেতু গত কয়েকটা সপ্তাহ ধরে একটা নির্দিষ্ট একাদশই মাঠে নামছে ইংলিশদের। একমাত্র অনিশ্চয়তা বাজে ফর্মে থাকা অলরাউন্ডার রবি বোপারার জায়গাটা নিয়ে, বোপারাকে না খেলালে ছয় নম্বর জায়গাটায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্সকে হয়তো দেখা যাবে।
এদিকে অসিদের হয়ে কাল মাইকেল ক্লার্ক ও জেমস ফকনার মাঠে নামছেন না, এটা নিশ্চিত। পেস আক্রমণে দুই মিচেল- জনসন ও স্টার্ক থাকবেন, ধরেই নেয়া যায়। প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশেষজ্ঞ পেসার হিসেবে কাকে নামানো হবে- প্যাট কামিন্স নাকি জশ হ্যাজেলউড? আবার অলরাউন্ডার মিচেল মার্শকে বাইরে রেখে দুজনকেই নামিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সম্ভাব্য একাদশ (ইংল্যান্ড)- ইয়ান বেল, মইন আলি, জেমস টেইলর, এওইন মরগান(অধিঃ), রবি বোপারা, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভ ফিন, জেমস অ্যান্ডারসন।
সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, জর্জ বেইলি(অধিঃ), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। ছবি-সৌজন্যঃএএফপি