রোনালদোর রেকর্ডময় দিন

গ্রানাডার ম্যাচটা যেন দুই হাত ভরেই দিল ক্রিস্টিয়ানো রোনালদোকে, এক ম্যাচে পাঁচ গোল বলছে সি আর সেভেন ছিলেন অপ্রতিরোধ্য। স্কোরকার্ড যেটা বলছে না, রোনালদো চাইলে একাই সাত বা আট গোল করতে পারতেন। শেষ পর্যন্ত ৯-১ গোলের জয়ে রোনালদো পেরিয়ে গেছেন অনেকগুলো মাইলফলক, রিয়ালও পেরিয়ে গেছে অনেক রেকর্ড
- ২০০২ সালে ফার্নান্দো মরিয়েন্তেসের পর এই প্রথম রিয়ালের কোনো খেলোয়াড় এক ম্যাচে পাঁচ গোল করলেন
- ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে পাঁচ গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
- এক মৌসুমে এই প্রথম অন্তত দুইবার চার গোল বা তার বেশি করলেন রোনালদো
- হ্যাটট্রিক পূরন করেছেন আট মিনিটে, ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম। ২০১১ সালের পর এই প্রথম প্রথমার্ধেই পেয়ে গেছনে হ্যাটট্রিক।
- মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের আলফ্রেডো ডি স্টেফানোর (২৮) রেকর্ডও ছুঁয়ে ফেললেন
- লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে (২৪)। এই মৌসুমে সবচেয়ে বেশি গোলেও মেসিকে (৩৩) পেরিয়ে গেছে। রোনালদোর গোল এখন ৩৬টি।
- এই মৌসুমে রোনালদোর গোল ৩৬, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৯৮টি ক্লাবের মধ্যে ৫৩টির চেয়ে বেশি।
- ১৭ সেপ্টেম্বর ১৯৬৭ সালের পর নিজেদের সবচেয়ে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। ঐ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৯-১ গোলে হারিয়েছিল মাদ্রিদ।