বার্সায় মেসির ৩৩
আন্দ্রেস ইনিয়েস্তাকে ছোঁয়ার হাতছানি ছিল ম্যাচের আগে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে শুধু বার্সেলোনাকেই রেকর্ড শিরোপা জেতাননি অধিনায়ক লিওনেল মেসি। একই সাথে বার্সার ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। বার্সার হয়ে মেসির নামের পাসে শোভা পাচ্ছে ৩৩ টি ট্রফি!
২০০৫ সালে অভিষেকের পর পেরিয়ে গেছে ১৩ বছর। কাতালানদের হয়ে ১৪ মৌসুমে মেসি ট্রফি উঁচিয়ে ধরেছেন ৩৩ বার। এর মাঝে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়েছে ৪ বার, লা লিগা ৯ বার, ক্লাব বিশ্বকাপ ৩ বার, কোপা ডেল রে ৬ বার, ইউরোপিয়ান সুপার কাপ ৩ বার ও স্প্যানিশ সুপার কাপ ৮ বার।
এতদিন বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ডটা যৌথভাবে ছিল ইনিয়েস্তা ও মেসির। এই মৌসুমের শুরুতেই বার্সা ছাড়েন ইনিয়েস্তা। তিনি জিতেছেন ৩২ টি ট্রফি। এর পরেই আছেন জেরার্ড পিকে ও সার্জিও বুসকেসটস, দুজনেই বার্সার হয়ে জিতেছেন ২৮টি ট্রফি।