• লা লিগা
  • " />

     

    স্পেনকে বিদায় বললেন সিলভা

    স্পেনকে বিদায় বললেন সিলভা    

    ২০০৬ সালে স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। এরপর এক যুগেরও বেশি সময় লা ফুরিয়া রোজাদের হয়ে মাঝমাঠে ভরসা হয়ে ছিলেন। বয়স অবশ্য এমন কিছু বেশি হয়নি। তবে ৩২ বছর বয়সেই স্পেনকে বিদায় বলে দিলেন সিলভা। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

    ২০০৬ সালে অভিষেকের পর স্পেনের জার্সি গায়ে খেলেছেন ১২৫টি ম্যাচ। দেশের হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু ক্যাসিয়াস, রামোস, জাভি, ইনিয়েস্তা ও জুবিজারেতা। মিডফিল্ডার হয়েও দেশের হয়ে গোল আছে ৩৫টি। তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু ডেভিড ভিয়া, রাউল ও ফার্নান্দো তোরেসের। ২০০৮ ও ২০১২ ইউরোর সঙ্গে স্পেনের জার্সি গায়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপেও ছিলেন স্পেনের একাদশে।

    বিদায় বার্তায় সিলভা লিখেছেন, ‘স্পেনকে আমাকে সবকিছু দিয়েছে, এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’