• লা লিগা
  • " />

     

    ভিনিসিয়াসই রিয়ালের ভবিষ্যৎ: মার্সেলো

    ভিনিসিয়াসই রিয়ালের ভবিষ্যৎ: মার্সেলো    

    ক্রিশ্চিয়ানো রোনালদো যাওয়ার পর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মাঝে। কে হবেন রিয়ালের ভবিষ্যৎ তারকা? উত্তরটা দিলেন রিয়াল ডিফেন্ডার মার্সেলো। তার মতে, এই মৌসুমে রিয়ালে আসা ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়রই রিয়ালের বর্তমান ও ভবিষ্যৎ কান্ডারি।

    ১৮ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়ারকে নিয়ে গত দুই বছরে আলোচনার কোনো শেষ নেই। ব্রাজিলিয়ান বিস্ময় বালককে গত বছরেই দলে ভেড়ানোর ব্যাপারে নিশ্চিত করে রিয়াল কর্তৃপক্ষ। এই মৌসুমের শুরুতেই রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভিনিসিয়াস।

    মার্সেলো মনে করেন, ভিনিসিয়াসই রিয়ালের সাফল্য ধরে রাখতে মূল ভূমিকা পালন করবে, ‘সে রিয়ালের বর্তমান ও ভবিষ্যৎ। সে এখনো অনেক তরুণ। আমি ১৮ বছর বয়সে রিয়ালে এসেছিলাম, রামোস এসেছিল ১৯ বছর বয়সে। আমাদের সবার উচিত ভিনিসিয়াসকে সাহায্য করা, তার যেন কোনো অসুবিধা না হয় সেটার খেয়াল রাখা। আমি খুশি আরেকজন ব্রাজিলিয়ান রিয়ালে এসেছে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

    ভিনিসিয়াস রিয়ালের হয়ে কতটুক আলো ছড়াতে পারেন, সেটা জানা যাবে এই মৌসুমেই।