পেরেজের কাছে লোপেতেগির আকুতি, 'খেলোয়াড় চাই আমার'
জুলেন লোপেতেগির কপালে এখন অনেক ভাজ। সুপার কাপের ম্যাচটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অ্যাটলেটিকো এখন আগের চেয়ে অনেক গোছানো। তার চেয়েও বড় কথা, রোনালদোর জায়গায় ব্যবধান গড়ে দেওয়ার মতো কেউ রিয়ালে আসেনি। লোপেতেগি অবশ্য সুপার কাপের পর বলেছেন, এই ম্যাচ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু স্প্যানিশ দৈনিক এএস বলছে, পেরেজের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন লোপেতেগি, 'দলবদল শেষের আগে তাঁর তিন জন খেলোয়াড় চাই'।
সেই তিন জন খেলোয়াড় কারা? লোপেতেগি প্রথমেই চাইছেন একজন সেন্ট্রাল ফরোয়ার্ড। আপাতত এই জায়গায় করিম বেনজেমাই ভরসা, বিকল্প হিসেবে বোরহা মায়োরাল। যদিও লোপেতেগি ফর্মেশন বদলে বেল-আসেন্সিওকে খেলাতে পারেন ওপরে। কিন্তু গোল করার লোকের কিছুটা অভাব থাকেই। কেইন, লেভানডফস্কি, কাভানিসহ অনেকের নাম শোনা গেলেও আপাতত তাদের কারও আসার সম্ভাবনা তেমন জোরালো নয়। রিয়াল এই মুহূর্তে ইকার্দির ওপর নজর রাখছে, কিন্তু কথাবার্তা বেশিদূর এগোয়নি। লোপেতেগির দরকার একজন সেন্ট্রাল ডিফেন্ডারও। ভারানে, রামোস, নাচোরা আছেন, কিন্তু আরও একজন বিকল্প চাইছেন কোচ। অন্যদিকে কোভাচিচ চলে গেছেন, মধ্যমাঠে কাসেমিরোর বিকল্প হিসেবে একজন শারীরিকভাবে পোক্ত মিডফিল্ডার চাইছেন।
স্পেনের দলবদলে এখনো ১৪ দিন বাকি। তবে ইউরোপের বড় দলের বেশিরভাগই এবার ঘর গুছিয়ে ফেলছে। রিয়াল শেষ পর্যন্ত কাকে কিনবে, সেটা বলা মুশকিল। তবে লোপেতেগি বলছেন, তাঁর যে কোনো মূল্যে নতুন খেলোয়াড় চাই। শুরু থেকে অবশ্য বলে আসছিলেন, ‘যদি দলে আর কেউ না আসে, আর কেউ না যায় তাহলেই আমি খুশি।’ কোর্তোয়া এসেছেন বটে, তবে সেটা লোপেতেগির চেয়ে পেরেজেরই চাওয়ার জন্যই। ভিনিসিয়াস, রদ্রিগোরা এসেছেন, তবে তাদের ওপর এখনই ভরসা করতে হয়তো ভয় পাচ্ছেন লোপেতেগি। পেরেজ কি এখন নতুন কোচের আকুতি শুনবেন?