যুক্তরাষ্ট্রে হবে এল-ক্লাসিকো?
৮৯ বছরের ইতিহাসে যা হয়নি, লা লিগার এই মৌসুমে হবে সেরকমটাই। এই প্রথমবার লা লিগার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের বাইরে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই ম্যাচে মুখোমুখি হতে পারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেনও নিল লা লিগা কর্তৃপক্ষ? আসলে যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিউ ইয়র্ক টুডের সাথে ১৫ বছরের চুক্তি করেছে লা লিগা। উত্তর আমেরিকায় ফুটবলের প্রসার বাড়াতেই স্প্যানিশ ফুটবলকে পাশে চাইছে নিউ ইয়র্ক টুডে।
জানা গেছে, লা লিগার যে ম্যাচ যুক্তরাষ্ট্রে হবে, সেখানে মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ও রিয়াল। এল ক্লাসিকো আয়োজন করতে পারলে ফুটবলের উন্মাদনা যে কয়েকগুণ বেড়ে যাবে পুরো আমেরিকাজুড়ে, সেটার কথা মাথায় রেখেই হয়ত এগোচ্ছে আয়োজক কমিটি।
লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলছেন, যুক্তরাষ্ট্রে লা লিগাকে নিয়ে জেতে পেরে দারুণ উচ্ছ্বসিত তারাও, ‘বিশ্বজুড়ে ফুটবলকে জনপ্রিয় করাই আমাদের সবার লক্ষ্য। লা লিগার ম্যাচ আয়োজন করে যদি সেটা সম্ভব হয়, তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে! আশা করি যেভাবে সব পরিকল্পনা করা হচ্ছে, সেভাবেই আয়োজিত হবে ম্যাচগুলো।’