মদরিচকে 'গোপনে' কিনতে চেয়ে ফাঁসছে ইন্টার
তার দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছিল, লুকা মদরিচ ‘বিক্রির জন্য নয়’। যদি কিনতেও হয়, তাহলে দিতে হবে অবিশ্বাস্য ৭৫০ মিলিয়ন ইউরো! এবার সেই মদরিচকে গোপনে কিনতে চেয়েছিল ইন্টার মিলান, এই কথা ফাঁস করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে মাদ্রিদ।
বিশ্বকাপের অবিশ্বাস্য সাফল্যের পর এই মৌসুমের শুরু থেকেই মদরিচকে কেনার জন্য চেষ্টা করছে অনেক ক্লাব। তবে যতবারই রিয়ালের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, ততবারই সেটা নাকচ করে দিয়েছে ক্লাবটি। এক পর্যায়ে রিয়ালের পক্ষ থেকে বলা হয়, মদরিচকে কিনতে হলে খরচ করতে হবে ৭৫০ মিলিয়ন ইউরো!
তবে এতকিছুর পড়েও মদরিচকে কেনার আশা ছাড়েনি ইন্টার। ফিফার এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি চিঠি দিয়েছে রিয়াল। সেখানে বলা আছে, রিয়ালের অনুমতি না নিয়েই মদরিচকে কেনার ব্যাপারে আলোচনা করেছিল ইন্টার। এই ব্যাপারে গোপন সূত্রে জানতে পেরেছে স্প্যানিশ ক্লাবটি। আর এতেই বেজায় চটেছেন ক্লাব প্রেসিডেন্ট পেরেজ। সাথে সাথেই ফিফার কাছে চিঠি লিখেছেন তিনি। ইন্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরধও করেছেন।
ইতালিয়ান ট্রান্সফার মৌসুম শেষ হয়েছে গতকাল। তাই মদরিচকে এবার কোনোভাবেই আর আনা হচ্ছে না ইন্টারের। তাকে আনার চেষ্টা করতে গিয়ে উল্টো ফেঁসেই গেল ক্লাবটি।