• লা লিগা
  • " />

     

    মেসিতে ভর করেই শুরু বার্সার নতুন মৌসুম

    মেসিতে ভর করেই শুরু বার্সার নতুন মৌসুম    

    গত মৌসুমটা স্বপ্নের মতই কেটেছিল তার। জিতেছিলেন লা লিগা এবং গোল্ডেন বুট। কিন্তু মুদ্রার ওপিঠটা দেখেছিলেন বিশ্বকাপে। আজ থেকে শুরু হল নতুন মৌসুম। মেসি ফিরলেন বার্সেলোনায়, ফিরলেন স্বরূপেই। মেসির জোড়া গোলে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের শুরুটা জয়েই হয়েছে বার্সার। লা লিগায় আজ ৬০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে বার্সা। ৫০০০ তম গোলের মতো এই মাইলফলকটাও এসেছে মেসির গোলেই।  লা লিগার প্রথম ফুটবলার হিসেবে একবিংশ শতাব্দীতে টানা ১৫ মৌসুমে গোলের রেকর্ডটাও হয়েছে মেসির।  

     

    গোলের দেখা পেতে বেগ পেলেও ম্যাচে গোলের প্রচুর সুযোগ পেয়েছে বার্সা। ৩ মিনিটেই ইভান রাকিটিচের লম্বা পাসে মেসির ডানপায়ের ভলি চলে যায় আলাভেস গোলের সামান্য বাইরে দিয়ে। এর মিনিট দুয়েক পর মেসির দুর্দান্ত এক পাসে জর্দি আলবার শট আলাভেস গোলরক্ষক ফার্নান্দো পাচেকো ফিরিয়ে না দিলে তখনই লিডটা নিয়ে নিত কাতালানরা। তবে আলাভেসও একেবারে বসে থাকেনি। ১৩ মিনিটে গার্সিয়ার ক্রস থেকে সোব্রিনোর হেড অবশ্য বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার-স্টেগেনকে তেমন পরীক্ষায় ফেলতে পারেননি। প্রথমার্ধে আলাভেসের সু্যোগ বলতে গেলে এটিই। বাকিটা সময় বার্সার আক্রমণজোয়ার ঠেকাতেই ব্যস্ত ছিল তারা। আলাভেসের ‘বাস পার্ক’ ট্যাকটিক্সে তেমন সুবিধা করতে পারছিল না বার্সা। প্রথম সু্যোগটাই এসেছিল ‘সেটপিস’ থেকেই। ৩৮ মিনিটে মেসির দুর্দান্ত ফ্রিকিক প্রতিহত হয় আলাভেজের ক্রসবারে। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে বার্সা। কিন্তু প্রথমার্ধে বার্সার গোলের টালি বাড়তে দেননি আলাভেস গোলরক্ষক ফার্নান্দো পাচেকো। ৪২ এবং ৪৫ মিনিটে সুয়ারেজ ও ডেম্বেলের দুটি শট অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন তিনি।

     

     

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারটা কমায়নি বার্সা। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান পাচেকো। ৪৯ মিনিটে আলবার শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। কিন্তু পাচেকোকেও একসময় হারতে হয় মেসির শ্রেষ্ঠত্বের কাছে। ৬৩ মিনিটে বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে ডিফেন্স দেয়ালের নিচ দিয়ে নেওয়া ফ্রিকিকে পাচেকোকে পরাস্ত করেন মেসি। বার্সার গোলের পর রক্ষণের সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় আলাভেস। কিন্তু শত চেষ্টায়ও পিকেদের পরাস্ত করতে পারেননি তারা। এই সুযোগেই লিডটা দ্বিগুণ করে নেয় বার্সা। ৮৩ মিনিটে আর্থারের পাস থেকে বল পান ফিলিপ কুতিনিয়ো। ডিবক্সে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের ‘ট্রেডমার্ক’ শটে জয় নিশ্চিত করেন তিনি।

     

    জয় নিশ্চিত হলেও তখনও শেষ হয়নি মেসির জাদু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের পাস দারুণভাবে নিয়ন্ত্রণ এনে পাচেকোকে পরাস্ত করেন মেসি। শেষমেশ জয় দিয়েই শিরোপা পুনরুদ্ধারের মিশনটা শুরু করল এর্নেস্তো ভালভার্দের দল।