আবার টিভিতে দেখা যাবে লা লিগা
লা লিগার দর্শকদের জন্য এবার দুঃসংবাদই অপেক্ষা করছিল। রাত জেগে যারা সনি বা স্টারের চ্যানেলে খেলা দেখতেন, তাদের দেখতে হচ্ছে ফেসবুক লাইভে এসে। টিভির স্বস্তি ছেড়ে অনেকেই ফেসবুকে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। আর ইন্টারনেটের অপ্রাপ্যতা তো ছিলই। এসবকিছু মিলেই ফেসবুকে লা লিগা দেখানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল উপমহাদেশে। আপাতত সেই উদ্বেগ কমে যাচ্ছে, লা লিগা আবার ফিরছে টিভিতে। সনি ঘোষণা দিয়েছে, এই মৌসুমের ১০০টি ম্যাচ তারা সম্প্রচার করবে। এর মধ্যে এল ক্লাসিকো আর মাদ্রিদ ডার্বিসহ গুরুত্বপূর্ণ আরও ম্যাচও থাকবে।
ভারত, পাকিস্তান, বাংলাদেশে এবার লা লিগা প্রচারের স্বত্ব পেয়েছে ফেসবুক। উদ্বোধনী রাউন্ডের খেলা দেখিয়েছে সেখানেই। কিন্তু সেটা নিয়ে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া। বিশেষ করে মোবাইল ডাটার ওপর নির্ভরশীল দর্শকদের জন্য ফেসবুকে দেখাটা হয়ে যায় খুবই ব্যয়সাপেক্ষ একটা ব্যাপার। তার ওপর ইন্টারনেটের স্লথ গতি তো আছেই। এসব দিক বিবেচনা করেই ফেসবুক সনিকে বিশেষ চুক্তিতে ১০০টি ম্যাচ দেখানোর অনুমতি দিয়েছে। এর মধ্যে সনি সেই চুক্তির ঘোষণাও দিয়েছে।
তবে আজ বার্সেলোনার সঙ্গে ভ্যালাদোলিদের ম্যাচটি টিভিতে দেখাবে না। কাল রিয়াল-জিরোনার ম্যাচটি দেখাবে সনি।