মাঠ নিয়ে ক্ষুব্ধ বার্সেলোনা, ব্যবস্থা নেবে লা লিগা
কানের পাশ দিয়েই গুলি গেছে বলতে হবে। আরেকটু হলেই ভ্যালাদোলিদের মাঠে পয়েন্ট হারিয়ে বসেছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত দেম্বেলের গোলে ম্যাচটা জিতেছে, তবে ম্যাচ শেষে নিজের রাগটা গোপন করেননি বার্সা কোচ এরনেস্তো ভালভের্দে। প্রতিপক্ষ কোচ বা রেফারির ওপর নয়, তাঁর ক্ষোভ মাঠের ওপর।
খেলার সময়েই দেখা গেছে, মাঠের অবস্থা অতোটা ভালো নয়। মাত্র চার দিন সময় নিয়ে মাঠ প্রস্তুত করেছে ভ্যালাদোলিদ, সেখানেই নামতে হয়েছে খেলোয়াড়দের। খেলার সময়ই বোঝা যাচ্ছিল, বেশ কয়েক জায়গায় মাটি দেবে গেছে। পরে ম্যাচ শেষে ভালভের্দে ঝেড়েছেন নিজের ক্ষোভ, ‘এরকম মাঠ আমি কখনো দেখিনি। আমার ভয় হচ্ছে খেলোয়াড়দের কারও চোট লেগেছে হয়তো। এরকম মাঠে খেলা হলে এমন হতেই পারে।’
জেরার্ড পিকে যেন আরও বেশি ক্ষুব্ধ, ‘ওরা যুক্তরাষ্ট্রে লা লিগার খেলা নিতে চায়, তার আগে নিজেদের মাঠে কন্ডিশন দেখা উচিত ওদের। এটা একটা লজ্জার ব্যাপার ছিল। কোনোভাবেই এই মাঠ ফুটবল খেলার উপযোগী নয়। যে কোনো সময় যে কারও চোট লাগতে পারত। আমি আশা করব ওরা এই ব্যাপারটা ঠিক করবে।’ সার্জিও বুসকেটসের কন্ঠেও একই সুর, ‘খুবই দুর্ভাগ্যজনক, খেলা শুরুর আগে লা লিগা কেউ এসে ঘাসটা একবার খতিয়ে দেখল না। এই মাঠ তো ফুটবল খেলার জন্য নয়, অনেকটা সমুদ্রসৈকত হয়ে গেছে। এমন মাঠে ফুটবল খেলাটা সবার জন্যই দুর্ভাগ্য।’
ম্যাচ শেষেই লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস টুইট করেছেন, ভ্যালাদোলিদের মাঠ লা লিগার মান অনুযায়ী ছিল না। যদি এটাতে সমস্যা পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভ্যালাদোলিদ প্রেসিডেন্ট অবশ্য এর মধ্যে নিজেদের দোষও স্বীকার করে নিয়েছেন, ‘হ্যাঁ, মাঠের অবস্থা ভালো ছিল না। আমি এটা মেনে নিচ্ছি। এর জন্য কোনো শাস্তি বা জরিমানা হয়, সেটাও মেনে নিতে প্রস্তুত আছি।’