• লা লিগা
  • " />

     

    বার্সায় থাকার সিদ্ধান্তটা সহজ ছিল রাকিটিচের

    বার্সায় থাকার সিদ্ধান্তটা সহজ ছিল রাকিটিচের    

    দলবদলের বাজারে ইভান রাকিটিচের বার্সেলোনা ছাড়া নিয়ে যদি কোনো গুজব ডালপালা মেলে থাকে তাহলে সেটা আর এবার বন্ধই হওয়ার কথা। বার্সা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে নিজেই জানিয়েছেন ক্রোয়াট মিডফিল্ডার। আর এই সিদ্ধান্তটা নিতে দুইবার ভাবতে হয়নি তাকে, বলেছেন এর চেয়ে সহজ সিদ্ধান্ত আর নেই। 

    "বেশ কিছু ক্লাব আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।"- রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ম্যাচের পর বলেছেন রাকিটিচ। "আমি পুরো ব্যাপারটা নিয়ে আমার স্ত্রী ও এজেন্টের সঙ্গে আলোচনা করেছি। এরপর ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্তটা সহজই মনে হয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল আমি এখানে থাকতে চাই।"   

    আমি বার্সেলোনায় থাকছি। গত ৪ বছর এই ব্যাজের জন্য খেলে আমি অসাধারণ সময় পার করেছি। আমি আশা করি আরও অনেকদিন এই কাজটাই যেন আমি করে যেতে পারি। বিশ্বের সেরা ক্লাবের একটা অংশ হতে পারার চেয়ে ভালো কিছু তো আর নেই। এটা বিশ্বের সেরা ক্লাব, অন্য কোথাও গেলে আমি এর চেয়ে খুশি থাকতে পারতাম না।"

    দিয়ারিও স্পোর্টসের দেওয়া তথ্য অনুযায়ী পিএসজি রাকিটিচকে নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল সবার আগে। যদিও রাকিটিচের এই কথার পর সেই অধ্যায়টা শেষই মনে হচ্ছে। ইএসপিএন অবশ্য বলছে, রাকিটিচ বার্সার কাছ থেকে নতুন চুক্তি চাইছেন। কিন্তু বার্সা এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। গত বছর ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন রাকিটিচ।