• লা লিগা
  • " />

     

    রামোসের পনেরোতে পনেরো

    রামোসের পনেরোতে পনেরো    

     

    গোল করা তার কাজ নয়। তবে সার্জিও রামোস অবশ্য গোল করতে একটু বেশিই ভালোবাসেন। কাল জিরোনার বিপক্ষেও করেছেন গোল। এই গোল করেই ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। লা লিগার প্রথম ডিফেন্ডার হিসেবে টানা ১৫ মৌসুমে গোলের দেখা পেলেন তিনি।

    ২০০৩-০৪ মৌসুমে সেভিয়ার হয়ে স্প্যানিশ লিগে অভিষেক হয়েছিল রামোসের। সেবার ৭ ম্যাচ খেলে কোনও গোল পাননি। পরের মৌসুমে নিজের প্রথম গোল করেন। ২০০৪ সালের সেপ্টেম্বরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেভিয়ার হয়ে প্রথমবারের মতো বল জালে জড়ান রামোস।

    পরের মৌসুমে সেভিয়া ছেড়ে রিয়ালে আসেন রামোস। সেই থেকে এখন পর্যন্ত রিয়ালেই খেলছেন। রিয়ালের হয়ে ১৪ মৌসুমে খেলে সবকয়টিতেই গোলের দেখা পেয়েছেন তিনি। কাল জিরোনার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে টানা ১৫ মৌসুমে গোল পেলেন রামোস, যা স্প্যানিশ লিগের ইতিহাসে আগে কোনও ডিফেন্ডার করতে পারেননি।

    এই মৌসুমের শুরুতে গোল করে টানা ১৫ মৌসুমে গোলের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসিও। রামোসের সামনে এখন হাতছানি দিচ্ছে অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি অগাস্টিন গাইনজার রেকর্ড। ১৯৫৯ সালে টানা ১৯ মৌসুমে গোল করার কীর্তি গড়েন তিনি। সামনের ৪ মৌসুমে গোল করলেই অগাস্টিনকে ছুঁয়ে ফেলবেন রামোস।