• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    ক্রিকেটারদের নেতিবাচক ব্যাপারে "নীতিগত সিদ্ধান্ত" নিচ্ছে বিসিবি

    ক্রিকেটারদের নেতিবাচক ব্যাপারে "নীতিগত সিদ্ধান্ত" নিচ্ছে বিসিবি    

    ক্রিকেটারদের ক্রিকেট ভিন্ন অন্য বিষয়ে খবর হওয়াটা নতুন নয়। তবে বাংলাদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে বেশ একমুখী। সে তালিকায় নতুন সংযোজন মোসাদ্দেক হোসেন। যৌতুকের মামলায় জাতীয় দলের অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। ক্রিকেটারদের এসব বিষয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। আদালতের ব্যাপার সেখানে নিষ্পত্তি হবে, আর “অভিভাবক” হিসেবে ক্রিকেটারদের এসব বিষয়ে নজর রাখবে বিসিবি। 

    “এটা তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার”, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, “অভিভাবক হিসেবে আমাদের যেটা করনীয় আমরা করব। বোর্ডের অবস্থান এসব ব্যাপারে কঠোর হবে এইটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। উনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্য বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন।”

    “মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি উনার স্ত্রী মামলা করেছেন, যেহেতু ওটা আদালতে চলে গেছে, ওটা আদালতে নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মত করে দেখব। হয়ত খুব শীঘ্রই বসব, সংশ্লিষ্ট ক্রিকেটারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।”