পগবাকে পেলে খুশিই হবেন পিকে
রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ম্যাচের পর এএস কে এক সাক্ষাতকার দিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। তার চুম্বক অংশ তুলে ধরা হল এখানে
মেসির অধিনায়কের আর্মব্যান্ড পরাটা কতোখানি গুরুত্বপূর্ণ? নতুন অধিনায়কের অধীনে কি বদলেছে?
“লিও তো আগে থেকেই আমাদের নেতা। আলাদা করে তাকে কিছু করতে হচ্ছে না। সেটার জন্য আর্মব্যান্ড দরকার ছিল না। লিও অনেকদিন ধরেই আমাদের নেতা।“
নতুন মৌসুমে নতুন খেলোয়াড় ভিড়িয়েছে বার্সা। তাদের কে কেমন চোখে দেখছেন? বিশেষ করে ল্যাংলেটের ব্যাপারটা...
আমরা দল গুছিয়ে নিয়েছি। দেখা যাক নতুন মৌসুমে কি হয়। ল্যাংলেট বল পায়ে অসাধারণ। যখনই সে খেলেছে, সে খুবই ভালো করেছে। নতুন যারা এসেছে তাদেরকে আমাদের সময় দিতে হবে। কারণ তারা বেশ তরুণ। ভবিষ্যতের সঙ্গে আমাদের বর্তমানের দিকেও মন দিতে হবে।
রিয়াল কি রোনালদোকে ছাড়া শক্তি হারিয়েছে?
তাড়াও দুই জয় দিয়ে শুরু করেছে। হুলেনকে আমরা জাতীয় দল থেকেই চিনি। আমরা এমন কিছুই আশা করেছিলাম। আমার মনে হয় রিয়াল এখন এমন দল হবে, যারা নির্দিষ্ট কারও ওপর ভরসা করার চেয়ে বরং একটা দল হিসেবে ভালো করবে।
মৌসুম শুরুর আগে মেসির দেওয়া বক্তব্যটা কেমন লেগেছে? বার্সা কি আসলেই সবকিছু দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করবে?
আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। কারণ সেরা সব খেলোয়াড়েরা এখানেই খেলে। অল্প কয়েকটা ম্যাচই খেলতে হয় যদিও, কিন্তু এই শিরোপার ওপর সব মনোযোগ দিয়ে বসে থাকা যায় না। চ্যাম্পিয়নস লিগের ওপর ভরসা করে থাকলে ব্যাপারটা হবে আত্মঘাতী। আমরা কখনও লিগ না জিতে চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি। আমরা লিগের ওপরই ভরসা করব, তারপর দেখব চ্যাম্পিয়নস লিগে কি হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডে যা হচ্ছে সেটা নিয়ে কি আপনি জানেন? পগবা কি বার্সেলোনায় আসবে? বিশেষ করে মরিনহোর সঙ্গে তার সম্পর্ক নিয়ে তো অনেক কিছুই রটছে...
আমি আসলে খুব বেশি জানিনা ওখানে কী হচ্ছে। পগবা অসাধারণ খেলোয়াড়, আর সে ওখানে আছে। দেখা যাক সে ক্লাব বদলায় কী না। সে যদি ভবিষ্যতে ক্লাব বদলায় আর আমাদের সাথে যোগ দেয় তাহলে তো দারুণ হবে। কিন্তু যে খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আছে তাকে আমাদের সম্মান করা উচিত।
আজ আপনি নেইমারের সঙ্গে সময় কাটিয়েছেন। আপনি কি তাকে রিয়ালে যোগ দিতে মানা করেছেন?
আমরা এসব নিয়ে কথা বলি না। আমি তাকে গতকাল দেখেছি, আজ সে অনুশীলনে এসেছে। তার অনেক বন্ধু আছে। আমরা মোটামুটি সবকিছু নিয়ে অল্প স্বল্প কথা বলি। আমি এটাতেই আনন্দিত যে সে প্রায়ই তার দ্বিতীয় বাড়িতে ঘুরতে আসে।