"ক্রিকেটের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে আহত" কোহলি
ইসিবির প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেটের ফরম্যাটের প্রতি নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নতুন আরেকটা ফরম্যাট নিয়ে আসাটাও মানতে পারছেন না তিনি। ক্রিকেটের অতি-বাণিজ্যিকীকরণ ব্যাপারটা তাকে আঘাত করে বলেও জানিয়েছেন কোহলি।
উইজডেন ক্রিকেট মান্থলিকে দেওয়া এক সাক্ষাতকারে ২০২০ সালে শুরু হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট নিয়ে কোহলি বলেছেন, “অবশ্যই, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা রোমাঞ্চিত থাকবেন। তবে সত্যি বলতে কী, আমি আরেকটা ফরম্যাটের কথা ভাবতে পারছি না। আমার কেন জানি মনে হয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ক্রিকেটের আসল মানটাকে ছাপিয়ে যাচ্ছে। এটা আমাকে আহত করে।”
“সত্যি বলতে কী, আমি নতুন ফরম্যাটের জন্য ‘গিনিপিগ’ হতে চাই না। আমি এমন কেউ হতে চাই না, যে বিশ্ব একাদশের সদস্য হয়ে এসে ১০০ বলের ফরম্যাট শুরু করে দিয়ে যাবে। আইপিএল ভালবাসি আমি, বিগব্যাশ দেখতে ভালবাসি, কারণ আপনি (এসব দিয়ে) কিছু একটার জন্য কাজ করছেন, দারুণ মানসম্পন্ন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝটা টের পাচ্ছেন। ক্রিকেটার হিসেবে তো আপনি এটাই চান। আমি লিগগুলোর পক্ষে, তবে নতুন কোনও কিছু পরখ করে দেখার পক্ষে নই।”
এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার কথা ছিল কোহলির। শেষ পর্যন্ত সেটা হয়নি, তবে ভবিষ্যতেও কাউন্টি খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সাবেক ও বর্তমান সতীর্থদের কাউন্টি খেলার প্রভাবটাই আগ্রহ বাড়িয়ে দিয়েছে তার, “কাউন্টি ক্রিকেট সবসময়ই আমাকে টানে। আমি অনেকদিন ধরেই শুনে এসেছি, কাউন্টি খেলার পর ক্রিকেটাররা খেলাটাকে আরও ভাল বুঝতে পারে। জাহির খানের মতো কেউ যেমন, কাউন্টির পর তার বোলিং পুরোই বদলে গিয়েছিল।”
“আবার এই সেট-আপটা কতোটা পেশাদার সেটা বুঝতে হলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটের প্রতি সম্মানটা দেখলেই বুঝা যায়। আর অবশ্যই, এখানকার মতো কন্ডিশন ভারতে নেই। দূর্ভাগ্য, এটা এবার খেলা হয়নি। তবে ভবিষ্যতে অবশ্যই খেলতে চাইব।”
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতি বাড়তি নজর দেওয়ার তাগিদও তার, “প্রথম শ্রেণির ক্রিকেটকে গুরুত্ব না দিলে আপনি দীর্ঘ সংস্করণের ক্রিকেটের জন্য আগ্রহ হারিয়ে ফেলবেন। আর টি-টোয়েন্টি আসার পর মনে হয় বোর্ডগুলোর দায়িত্ব আরও বেড়ে গেছে প্রথম শ্রেণির ক্রিকেটের দিকে নজর দেওয়ার। যদি এর সুযোগ-সুবিধা, মান উন্নত হয়, তাহলে আগ্রহটা সবসময়ই থাকবে। আপনি নিশ্চয়ই এটা চাইবেন না, ক্রিকেটাররা সস্তা পথে হাঁটুন!”
ওয়ানডে ও টি-টোয়েন্টির চেয়ে টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালবাসাটা আরেকবার মনে করিয়ে দিয়েছেন কোহলি, “আমার মনে হয়, আপনি সত্যি যদি খেলাটা বুঝেন, ভালবাসেন, তাহলে টেস্ট ক্রিকেটটা বুঝবেন, কতোটা রোমাঞ্চকর, সেটা বুঝবেন। আমি আপনাকে ঠিক বুঝাতে পারবো না, টেস্ট ক্রিকেটে ভাল করাটা কতোটা তৃপ্তির। কারণ আপনি জানেন, এটার চাহিদা কতো। টেস্টই ক্রিকেটের সবচেয়ে সুন্দরতম ফরম্যাট। আমার মনে হয় না, এটা কোথাও হারাবে। চারদিনে নেমে আসবে, আমার এটাও মনে হয় না। এটায় হাত দেওয়া উচিৎ নয়।”