অনিশ্চয়তায় সোসিয়েদাদ-বার্সেলোনা ম্যাচ
কদিন আগেই ভ্যালাদোলিদের অনুপযুক্ত মাঠে খেলা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বার্সেলোনার বেশ কজন খেলোয়াড় ও কোচ। লা লিগা তদন্ত শুরু করেছে এর মধ্যেই, ভ্যালাদোলিদও ক্ষমা চেয়েছে। এর মধ্যে বার্সার আরেকটি ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। রিয়াল সোসিয়েদাদের মাঠে সামনের মাসে বার্সার ম্যাচটা এখন নাও হতে পারে, ১৫ সেপ্টেম্বরের মাঝে যে অনেক কাজই শেষ হবে না!
এই মুহূর্তে সোসিয়েদাদের মাঠে চলছে সংস্কার কাজ। বার্সার সঙ্গে ম্যাচের আগে ৭০ ভাগ কাজ শেষ হওয়ার কথা। গ্যালারিসহ আরও কিছু কাজ বাকি আছে। সোসিয়েদাদ অবশ্য দাবি করছে, পুরো কাজ শেষ না হলেও ম্যাচ চলতে কোনো অসুবিধা হবে না। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ সামনের সোমবারে মাঠের অবস্থা খতিয়ে দেখার জন্য প্রতিনিধি দল পাঠাবে। সেখানে যদি মাঠ খেলার জন্য অনুপযুক্ত ঘোষণা করে, তাহলে ১২ দিনের মধ্যে বিকল্প ভেন্যু খুঁজে বের করতে হবে সোসিয়েদাদকে। আর এই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব না হলে স্থগিত হয়ে যেতে পারে ম্যাচটি।