• লা লিগা
  • " />

     

    রিয়ালের নতুন নাম্বার সেভেন মারিয়ানো

    রিয়ালের নতুন নাম্বার সেভেন মারিয়ানো    

    ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং বলা যায়। মারিয়ানো ডিয়াজকে এক বছর পরই আবার ফিরিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। নতুন এ ফরোয়ার্ড অবশ্য রিয়ালের পুরনো খেলোয়াড়ই। একাডেমিতেই ছিলেন, রিয়ালের হয়ে খেলেছেনও। এরপর গত মৌসুমে তাকে অলিম্পিক লিওর কাছে বিক্রি করে দেয় রিয়াল। স্পেনে জন্ম নেওয়া ডমিনিকান স্ট্রাইকার ফ্রান্সে কাটিয়েছেন দারুণ এক মৌসুম। সবমিলিয়ে মোট  গোল করেছেন মোট ১৭টি। ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদ কিনেছে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে। 



    সেই মারিয়ানোই হয়ত পেয়েছেন রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সি। স্প্যানিশ রেডিও কোপে দাবি করেছে জার্সি নম্বরটা ঠিক হয়ে গেছে। রাউল, রোনালদোর পর রিয়ালের সেই ৭ নম্বর জার্সিটা পাচ্ছেন মারিয়ানো। গোল ডট কম, এএস, মার্কাও কোপের মতো দাবি করেছে  একই খবর। ফ্লোরেন্তিনো পেরেজ পরে মারিয়ানোর হাতে ৭ নম্বর জার্সি তুলে দিয়ে আনুষ্ঠানিকতা ছেড়েছেন।

    সাত নম্বর জার্সিটা রিয়ালের জন্য বরাবরই পয়া। এখন দেখা যাক, মারিয়ানোও সেই লাকি সেভেন হতে পারেন কী না।