ট্রাফিক-আইন ভেঙে জেল হবে পিকের?
গাড়ি চালাতে গিয়ে নিয়ম ভেঙেছিলেন আগেই। জেরার্ড পিকে এবার যে কাণ্ডটা করলেন, তাতে আর কখনো গাড়ি চালাতে না পারার শাস্তি জুটতে পারে। এমনকি জরিমানা ও ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে।
কাতালান আইনে গাড়ি চালাতে গিয়ে নিয়ম ভঙ্গ করলে পয়েন্ট কাটা যেতে পারে। শুরুতে একজন চালকের ১২ পয়েন্ট থাকে, সেখান থেকে শূন্যতে নেমে এলে চালানোর অনুমতি হারান তিনি। পিকের ক্ষেত্রেও তাই হয়েছে। কাল গাড়ি চালাতে গিয়ে বার্সেলোনার শহরের ভেতর আবার নিয়ম ভেঙেছেন। এখন বার্সা ডিফেন্ডারের নামের পাশে কোনো পয়েন্ট নেই। দোষী প্রমাণিত হলে পিকের ৬ হাজার ইউরো জরিমানা ও ছয় মাস কারাদণ্ড হতে পারে। এরপর হয়তো আবার গাড়ি চালানোর অনুমতি পেতে পারেন তিনি।