• লা লিগা
  • " />

     

    মেসিকে বাদ দেওয়ায় ফিফার পুরস্কারই প্রশ্নবিদ্ধ হয়েছে: লুইস

    মেসিকে বাদ দেওয়ায় ফিফার পুরস্কারই প্রশ্নবিদ্ধ হয়েছে: লুইস    

     

    তার ফিফা বর্ষসেরা ফুটবলারের সেরা তিনে না থাকা অবাক করেছিল অনেককেই। গত ১২ বছরের মাঝে এইবারই প্রথম বর্ষসেরা ফুটবলারের তালিকার সেরা তিনে জায়গা হয়নি লিওনেল মেসির। অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপে লুইস বলছেন, মেসিকে বাদ দেওয়ায় ফিফার এই পুরস্কারই প্রশ্নবিদ্ধ হয়েছে! 

    এবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। সেরা তিনের বাকি দুই ফুটবলার হলো ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহ। ২০০৬ সালের পর এই প্রথম সেরা ফুটবলারের তালিকার শীর্ষ তিনের বাইরে থাকলেন মেসি।  

    ইউরোপের শীর্ষ লিগে রোনালদো কিংবা সালাহর চেয়ে মেসির গোল বেশি ছিল। অনেকেই বলছেন, সেরা ফুটবলার না হলেও শীর্ষ তিনে মেসির জায়গা পাওয়া উচিত ছিল। লুইসের মতে, শীর্ষ তিনে না থাকলেও মেসির সেরা, ‘এই পুরস্কারটা সেরা ফুটবলারকে দেওয়া হয়। আমার কাছে এই মুহূর্তে মেসিই সেরা, যেমনটা অন্য বছরে ছিল। যখন এরকম পুরস্কারের সেরা তিনে মেসি থাকে না, সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। কে চ্যাম্পিয়নস লিগ জিতল, কে বিশ্বকাপ জিতল, সেটায় কিছুই আসে যায় না। বর্ষসেরা ফুটবলারের খেতাবটা অবশ্যই মেসির প্রাপ্য।’