• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    রোনালদো বলেছে, পুরস্কারটা আমার প্রাপ্য ছিল: মদ্রিচ

    রোনালদো বলেছে, পুরস্কারটা আমার প্রাপ্য ছিল: মদ্রিচ    

    ইয়ফেরা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আসেননি। গুঞ্জন উঠেছিল, পুরস্কার না পাওয়ার খবরটা আগেভাগে পেয়ে যাওয়াতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর এই বর্জন। পরে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও দাবি করেছেন, রোনালদোর পুরস্কারটা না পেয়ে খেপে গেছেন বেশ। তবে লুকা মদ্রিচের দাবি একটু অন্যরকম। ইউফেরা বর্ষসেরা খেলোয়াড় বলেছেন, জয়ী হওয়ার পর রোনালদোর কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি। রোনালদো তাঁকে বলেছেন, পুরস্কারটা তাঁরই প্রাপ্য।

    ইউয়েফার বর্ষসেরা পুরস্কারটা পেলে এবার হ্যাটট্রিক হতো রোনালদোর। কিন্তু মেসি-রোনালদোর রাজত্ব ঘুঁচিয়ে এবার সেটি গেছে লুকা মদ্রিচের কাছে। রোনালদো ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি, এমন একটা আভাস এসেছিল তাঁর এজেন্ট আর জুভেন্টাস সতীর্থদের কাছ থেকে। তবে মদ্রিচের কথা থেকে অন্যরকম কিছু মনে হতেই পারে, ‘আমার রোনালদোর সাথে বেশ ভালো একটা সম্পর্ক আছে। আমার মনে হয় ব্যক্তিগত অর্জন গুরুত্বপূর্ণ, কিন্তু দলীয় অর্জন তার চেয়েও বড় কিছু। আমি আসলে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ’

    রোনালদো তাঁকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছিলেন, মদ্রিচ সেটি জানালেন, ‘সে আমাকে এর মধ্যেই অভিনন্দন জানিয়েছে। সে জানিয়েছে আমার জন্য সে খুবই খুশি, বলেছে পুরস্কারটা আমারই প্রাপ্য। বলেছে খুব শিগগিরই আমাদের দেখা হবে। এটাই।’

    ক্রোয়েশিয়া কোচ লাতকো দালিচও কয়েকদিন আগে বলেছিলেন, রোনালদোর ‘ইগোর’ কারণে তাঁকে দলে চাইবেন না । তবে কাল দালিচও কথা বললেন অন্য সুরে, ‘আমি আসলে ওকে নিয়ে নেতিবাচক কিছু বলতে চাইনি। রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, আমি আসলে ওকে একটু ভুল বুঝেছিলাম।’