• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ব্রাজিলের নতুন অধিনায়ক নেইমার

    ব্রাজিলের নতুন অধিনায়ক নেইমার    

    ব্রাজিল অলিম্পিকে দলের অধিনায়ক ছিলেন নেইমার। এরপর জানিয়েছিলেন এই দায়িত্ব নিতে চান না তিনি। আর জাতীয় দলের কোচ তিতেও একজন নির্দিষ্ট অধিনায়কের পরিবর্তে চারজনকে ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছেন ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে। কিন্তু তিতে আর নেইমার দুইজনই মত বদলেছেন। তিতে নির্ধারণ করে দিয়েছেন একজন নির্দিষ্ট অধিনায়ক, আর নেইমারও রাজি হয়েছেন সেই দায়িত্ব নিতে। ব্রাজিল দলের নতুন অধিনায়ক তাই নেইমার। দায়িত্বটা তাকেই লাভবান করবে বলে মনে করছেন ব্রাজিলিয়ান।  

    "আমি আর্মব্যান্ডটা আমি আবার নিয়েছি। কারণ এই কয়দিনে অনেক কিছুই শিখেছি আমি। এই দায়িত্ববোধটা আমার জন্য ভালো কিছু হবে।" যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদসম্মলনে জানিয়েছেন নেইমার।    

    ২০১৭ সালে মার্চ মাসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর অধিনায়কের আর্মব্যান্ড পরেননি। অলিম্পিকের পর ওই একবারই ব্রাজিলের অধিনায়ক ছিলেন তিনি। মিরান্ডা, থিয়াগো সিলভা, মার্সেলোরা বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন দলের। বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। মাঠের খেলার চেয়ে বরং নেইমার শিরোনাম বেশি হয়েছিলেন তার আচরণের জন্য। ব্রাজিলের অধিনায়ক হওয়াটা সব সমালোচনার ইতি টানবে বলেই মনে করছেন তিনি। ব্রাজিল কোচ তিতেও নেইমারকে অধিনায়ক করার ব্যাখ্যা দিয়েছেন, "দিন বদলায়। মানুষ আরও পরিণত হয়। সময়ের সাথে অনেককিছু শেখে। আমরা সব সময়ই নেইমারের সঙ্গে ছিলাম। পরের ধাপে পা দিতে প্রস্তুত সে।"