• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ১০ নম্বর জার্সি না থাকায় বিস্মিত রোমেরো

    ১০ নম্বর জার্সি না থাকায় বিস্মিত রোমেরো    

    লিওনেল মেসি অনির্দিষ্ট  সময়ের জন্য জাতীয় দল থেকে দূরে আছেন। তাকে ছাড়াই তাই প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। গুয়াতেমালা আর কলম্বিয়ার  সঙ্গে ম্যাচের আর্জেন্টিনা দলে যেমন মেসি থাকছেন না, সঙ্গে থাকছে না মেসির দশ নম্বর জার্সিও।  আর্জেন্টিনার এমন সিদ্ধান্ত অবাক করেছে গোলরক্ষক সার্জিও রোমেরোকে। তার মতে মেসি না থাকলেও, ১০ নম্বর জার্সিটা অন্য আরেকজনের গায়ে চড়া উচিত। 

    "১০ নম্বর জার্সিটা তো সবসময়ই ব্যবহার করা হয়েছে। আমি বুঝতে পারছি না, এটাকে এখন কেন তুলে রাখতে হবে। আমি এ ব্যাপারে কাউকে জিজ্ঞেস করিনি, কারণও খুঁজতে যাইনি। আমার আসলে কোনো ধারনাই ছিল না যে এটা ব্যবহার করা হবে না।"

    "সব প্রীতি ম্যাচেই এই জার্সি ব্যবহার করা হত। কোনো এক কারণে নাকি সেটা এবার হচ্ছে না। আমি মাত্রই জানতে পেরেছি।"



    বিশ্বকাপের আগে মেসি ছিলেন পাহাড়সমান চাপে। শেষ পর্যন্ত চাপমুক্ত হতে পারেননি। দুঃসহ স্মৃতি নিয়ে ফিরেছেন বিশ্বকাপ থেকে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন। আদৌ তিনি দলে ফিরবেন কী না সেই নিশ্চয়তাও নেই। রোমেরোর মতে মেসি দলে ফিরলে ১০ নম্বরটা তারই প্রাপ্য, কিন্তু তিনি যদি না থাকেন তাহলে অন্য কারও এটা পাওয়া উচিত। এর আগে মেসি দলে না থাকলেও, ১০ নম্বর জার্সি পরেছেন আর্জেন্টিনার অন্য খেলোয়াড়েরাও। 

    "লিও যদি ফেরে তাহলে এটা তো স্বাভাবিকই যে ১০ নম্বর জার্সি আর অধিনায়কের আর্মব্যান্ডের মালিক সে। এটা নিয়ে কারও মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এমন যদি হয়, যে লিও দলে নেই। তাহলে এই জার্সিটা তো অন্য কারও পাওয়া উচিত। আমরা তো সবাই জানি, সে এখানে থাকলে সেই এই জার্সি পরত।"

    ১০ নম্বর জার্সি না থাকার ঘটনায় বিস্মিত হলেও রোমেরো অবশ্য অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলেননি। মেসির অনুপস্থিতিতে তিনিই দলের সিনিয়র খেলোয়াড়। ধারনা করা হচ্ছিল অধিনায়কের আর্মব্যান্ডটাও রোমেরোই পাবেন। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক। তার অভাব দলকে ভুগিয়েছিলও যথেষ্ট। কিন্তু কোচ লিওনেল স্কালনির ইচ্ছায় অধিনায়কত্ব পেয়েছেন আয়াক্স লেফটব্যাক নিকোলাস টালিয়াফিকো। 

     

    আর মেসির ফেরার ব্যাপারে এই মুহুর্তে আর কথা বাড়াতে চান না স্কালনি। পরের প্রীতি ম্যাচের আগেই সেটা জানা যেতে পারে। আপাতত তিনি এই প্রসঙ্গ তুলতেই মানা করেছেন। "আমরা লিওর সঙ্গে কথা বলেছি। সে দলে ফিরবে কী না সেটা পরের বার দল ঘোষণার সময়ই বুঝা যাবে। কিন্তু এখন তাকে নিয়ে কথা বোলার কোনো মানেই হয় না।"