চেলসি সমর্থকদের সমালোচনায় কষ্ট পাচ্ছেন কোর্তোয়া
তার রিয়াল মাদ্রিদে আসাটা মেনে নিতে পারেননি চেলসি সমর্থকরা। চেলসি ছাড়ার পর থেকেই তাই থিবো কোর্তোয়াকে শুনতে হয়েছে নানা সমালোচনা। দীর্ঘদিনের ক্লাবের সমর্থকদের মুখে এসব শুনে যারপরনাই হতাশ কোর্তোয়া বলছেন, চেলসি সমর্থকরা আসলে তার দলবদলের পেছনের গল্পটা জানেন না।
২৬ বছর বয়সী কোর্তোয়া ৭ বছর খেলেছেন চেলসিতে। এই মৌসুমের শুরু থেকেই গুঞ্জন উঠেছিল, চেলসিতে আর খেলতে ইচ্ছুক নন তিনি। শেষের দিকে কয়েকটি অনুশীলন সেশনেও আসেননি কোর্তোয়া। শেষ পর্যন্ত ৩৫ মিলিওন পাউন্ডে যোগ দেন রিয়ালে।
রিয়ালে গিয়ে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে কোর্তোয়াকে। এর সাথে চেলসি সমর্থকদের ক্রমাগত সমালোচনা তো আছেই। সবকিছু মিলিয়ে একটু কষ্টেই আছেন এই বেলজিয়াম গোলরক্ষক, ‘ব্যাপারটা আমাকে একটু কষ্টই দেয়। যারা এত কথা বলছেন, তারা সত্যিটা জানেন না। আমি পরিবারের কথা ভেবে অনেক আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম ক্লাব এটা আগেই চূড়ান্ত করে ফেলবে। কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যাপারটি ঝুলিয়ে রেখেছিল। আমি ক্লাব ছাড়ব বলেই অনুশীলনে আসিনি, এটা সবার বুঝা উচিত ছিল। আমার মনে হয়েছিল, ওই অবস্থায় দলের সাথে অনুশীলন না করাই ভালো হবে।’
চেলসি সমর্থকরা তার ওপর রাগ রাখবেন না, এটাই প্রত্যাশা কোর্তোয়ার, ‘দীর্ঘদিন তারা আমাকে সমর্থন জুগিয়েছেন। এখন আমি চেলসিতে নেই। আশা করি তারা আমার ওপর রাগ করে থাকবেন না। আমি যেখানেই খেলি তাদের প্রতি সম্মানটা একই থাকবে।’