মেসিদের আপত্তি থাকলে হবে না যুক্তরাষ্ট্রের ম্যাচ
লা লিগার ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, এ খরবটা বেশ পুরনো। বার্সেলোনা-জিরোনা ম্যাচ দিয়েই প্রথমবারের মতো স্পেনের বাইরে হতে যাচ্ছে লা লিগার অফিশিয়াল ম্যাচ, গুঞ্জন উঠেছে এমনটাই। তবে স্প্যানিশ ফুটবলারস অ্যাসোসিয়েশন বলছেন, আদৌ ম্যাচটা যুক্তরাষ্ট্রে হবে কিনা, সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বার্সা-জিরোনার ফুটবলাররাই।
আগামী বছরের ২৭ জানুয়ারি মায়ামিতে মুখোমুখি হতে পারে বার্সা-জিরোনা। এরই মাঝে লা লিগা কর্তৃপক্ষ ও দুই ক্লাবও নিতে শুরু করেছে নানা প্রস্তুতি। জিরোনা তো একধাপ এগিয়ে ১৫০০ বিনামূল্যের ফ্লাইটের ঘোষণাও দিয়েছে সমর্থকদের খেলা দেখতে যাওয়ার জন্য।
তবে এতসব আয়োজন ভেস্তেও যেতে পারে, যদি ফুটবলাররা বিদেশের মাটিতে ম্যাচ খেলতে আপত্তি জানান, জানিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন, ‘ম্যাচটি যুক্তরাষ্ট্রে হবে কিনা, সেটা নিয়ে অনেক কথাই হচ্ছে। ফুটবলারদের নিয়ে একটা বৈঠকে বসবে অ্যাসোসিয়েশন। সেখানেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তারা খেলতে চাইলেই কেবল ম্যাচটা হবে, নাহলে না।’
শেষ পর্যন্ত মেসিরা রাজি হবেন খেলার জন্য, এই প্রত্যাশাতেই আছেন যুক্তরাষ্ট্রের ফুটবল ভক্তরা।