"২০ নম্বর জার্সিতে পুরো ক্যারিয়ার কাটাতে চাই না"
ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পরও কাউকে দলে নিল না রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বোঝা গেল কারণটা। গ্যারেথ বেল-করিম বেনজেমার সাথে মূল একাদশে নিয়মিত হয়ে গেলেন মার্কো আসেন্সিও। রোনালদো পর আসেন্সিওই হচ্ছেন রিয়ালের নতুন ‘নাম্বার সেভেন’- গুঞ্জনটা জোরালো ছিল বেশ। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী জার্সি গায়ে উঠল রিয়ালের নতুন সাইনিং মারিয়ানো দিয়াজের, আসেন্সিও রয়ে গেলেন ২০ নম্বর জার্সিতেই। তবে এটা গায়ে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা নেই এই স্প্যানিশ উইঙ্গারের।
পানেনকা ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে আসেন্সিও বলেছেন নিজের ইচ্ছার কথা, “রোনালদো থাকুক বা না থাকুক- এই মৌসুমে দলে নিয়মিত হতেই হবে, এমন প্রতিজ্ঞাই করেছিলাম আমি। ব্যক্তিগতভাবে বেশ সন্তুষ্ট আমি নিজের পারফরম্যান্সে। সেই সাথে ক্লাবের প্রতিও কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য। তবে ২০ নম্বর জার্সিতে পুরো ক্যারিয়ারটা কাটাতে চাই না আমি। পরিবর্তনের সুযোগ থাকলে অবশ্যই আমি তা করব। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”
রোনালদোর সঙ্গে একই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন টানা তিন চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানেজার জিনেদিন জিদানও। জিদান চলে গেলেও তাকে মনে রাখছেন আসেন্সিও, “সবসময় তিনি আমাকে মাঠের খেলায় মনোযোগী হতে বলতেন। আরও বলতেন বাইরের সবধরনের গুঞ্জন থেকে দূরে থাকতে। রিয়াল মাদ্রিদের ব্যাপারে লোকে কানাঘুষা করবেই- এমনটাই স্বাভাবিক। তার কারণে আমি রিয়ালের মত ক্লাবে একজন তরুণ হয়েও একেবারেই চাপ অনুভব করিনি। এজন্যই নিজের সেরাটা দিতে পেরেছি বলে মনে করি আমি। তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।”