• লা লিগা
  • " />

     

    যুক্তরাষ্ট্রে খেলা হলে বাড়তি সুবিধা পাবে বার্সা: লোপেতেগি

    যুক্তরাষ্ট্রে খেলা হলে বাড়তি সুবিধা পাবে বার্সা: লোপেতেগি    

    জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বার্সেলোনা-জিরোনা ম্যাচ নিয়ে কম আলোচনা হয়নি। স্পেনের বাইরে লা লিগার ম্যাচ আয়োজন করা উচিত কিনা, সে নিয়ে তর্কের শেষ নেই। রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি বলছেন, স্পেনের বাইরে লা লিগার ম্যাচ আয়োজনের ব্যাপারে তিনি কর্তৃপক্ষের সাথে মোটেও একমত নন।

    এই মৌসুমে একটি ম্যাচ হলেও যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস আভাস দিয়েছিলেন এমনটাই। ম্যাচটা হতে পারে রিয়াল-বার্সার এল ক্লাসিকো, শুরুতে এটা শোনা গেলেও পরে জানা যায়, বার্সেলোনার সাথে জিরোনার ঘরের মাঠের ম্যাচটিই হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা, সেটা নির্ভর করবে দুই দলের ফুটবলারদের ওপরেই।  

    নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে বার্সা একটু বেশি সমর্থন পাবে, ধারণা লোপেতেগির, ‘এটা নিয়ে আমি আগেও একবার বলছিলাম। স্পেনের বাইরে ম্যাচ আয়োজন করার পক্ষপাতী আমি নই। সবার সমান সুযোগ পাওয়া উচিত। স্পেনের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেললে বার্সেলোনা একটু বাড়তি সুবিধা ও সমর্থন পাবে। এটা তো অন্য দলরা স্বাভাবিকভাবেই মানতে পারবে না। যেহেতু লিগ সবার জন্য সমান, তাই সবকিছুই সবার জন্য সমান হওয়া উচিত।’

    শেষ পর্যন্ত বার্সা-জিরোনা ম্যাচটি কথায় হয়, সেটা জানা যাবে এই বছরের শেষেই।