ইস্কোর গোলে হার এড়ালো রিয়াল
প্রথম তিন ম্যাচ জিতে মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিল হুলেন লোপেতেগির রিয়াল মাদ্রিদ। কাল চতুর্থ ম্যাচে এসে প্রথমবারের মতো হারের শঙ্কায় পড়ল রিয়াল। শেষ পর্যন্ত অবশ্য হারতে হয়নি রামোসদের, রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন ইস্কো। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ইস্কোর গোলেই হার এড়িয়েছে রিয়াল।
আক্রমণের শুরুটা করেছিল রিয়ালই। শুরুতেই লুকা মদ্রিচের শট ঠেকিয়ে দেওয়া হয়। বিলবাও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে, আক্রমণও করেছেন বেশ কয়েকবার। মার্কেল সুসায়েতা ও ইউরি বেরচিচ গোলের সুযোগ তৈরি করেছিলেন, তাদের শট ঠেকিয়ে দিয়েছেন রিয়াল কিপার থিবো কোর্তোয়া।
রিয়ালকে চমকে দিয়ে ৩২ মিনিটে লিড নেয় বিলবাও। রিয়ালের ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে ইকার মুনিয়াইন এগিয়ে দেন বিলবাওকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মুনিয়াইনই, তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মদ্রিচ-বেলরা ম্যাচে সমতার আনার কম চেষ্টা করেনি, কিন্তু কিছুতেই বিলবাও রক্ষণভাগ ভেদ করতে পারছিলেন না তারা।
৬১ মিনিটে মদ্রিচের বদলি হিসেবে নামেন ইস্কো। সেই সাথেই ঘুরে যায় ম্যাচের মোড়। মাত্র ২ মিনিটের মাথায়ই গোল করে রিয়াল ডাগআউটকে আনন্দে ভাসান। বেলের দারুণ এক ক্রসে বক্সের ভেতর লাফিয়ে উঠে হেড করেন, ইস্কোর সেই হেড আর থেকাতে পারেননি গোলরক্ষক উনাই সিমন।
জয়সূচক গোলের জন্য মরিয়া রিয়াল একের পর এক আক্রমণ করে। তবে মার্কো আসেনসিও-বেনজেমা কেউই গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে রিয়াল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল তারা।