• লা লিগা
  • " />

     

    'মেসি, রোনালদো, এমবাপ্পের সঙ্গে আমি একই পর্যায়ের'

    'মেসি, রোনালদো, এমবাপ্পের সঙ্গে আমি একই পর্যায়ের'    

    গত মৌসুমের শেষটা স্বপ্নের মতোই কেটেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জিতেছেন, পরে ফ্রান্সের স্বপ্নের বিশ্বকাপ জয়ে সামনে থেকে রেখেছেন বড় অবদান। তারপরও অবশ্য ফিফা বর্ষসেরার সেরা তিনে জায়গা হয়নি আঁতোইন গ্রিজমানের। সেটা নিয়ে হতাশা আছে, তারপরও নিজেকে মেসি, রোনালদো, এমবাপ্পেরদের সমপর্যায়েরই মনে করেন গ্রিজমান।

    অ্যাটলেটিকোর হয়ে অনেক দিন ধরেই আক্রমণের বড় ভরসা। গ্রিজমান তাঁর সময়ের সবচেয়ে কাঙ্খিত খেলোয়াড়দের একজন। গ্রিজমান মনে করছেন, আরও ভালো করতে পারেন তিনি, ‘ফুটবল আপনি অনেক দৃষ্টিকোণ থেকেই দেখতে পারেন। এটা স্পষ্টই আমি ক্রিশ্চিয়ানো, মেসি বা এমবাপ্পের চেয়ে আলাদা। আমি নিজের শিখরের কাছাকাছিই আছি, তবে আরও ভালো করতে পারি। আরও স্বয়ংসম্পুর্ণ ফুটবলার হতে পারি। আমি হয়তো ৫০ গোল করে করব না, তবে দলকে সাহায্য করার জন্য আমি খাটছি।’

    নিজেকে মেসি, রোনালদো বা এমবাপ্পের পর্যায়ের মনে করেন কি না, এমন প্রশ্নে গ্রিজমান ‘হ্যাঁ’ই বললেন। তবে সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘আমি জানি আরও অনেকে উঠে আসবে। তবে আমি নিজেও আরও ভালো হতে পারি।’

    গত মৌসুমে বার্সায় চলে যাওয়ার একটা গুঞ্জন উঠেছিল তাঁর। তবে সবকিছু শেষে অনেক নাটকের পর থেকে গেছেন অ্যাটলেটিকোতেই। গ্রিজমানের সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, বরং অ্যাটলেটিকোকে নিয়েই অনেক কিছু অর্জন করতে চান।

    তবে ফ্রান্সের কেউ ফিফার সেরা তিনে জায়গা না পাওয়ায় একটু বিস্মিত গ্রিজমান। মনযোগটা এখন ব্যালন ডি অরের দিকেই, ‘ফিফাতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের কেউ নেই, ব্যাপারটা দুঃখের। আমার মনে হয় আমাদের কারও এটা প্রাপ্য ছিল। তবে ব্যালন ডি অর আরও সম্মানজনক পুরস্কার। এটা আমার মাথায় আছে। সেজন্য সামনের তিন মাস আমি নিজের নিজেকে উজাড় করে দেব।’

    এই মৌসুমে অ্যাটলেটিকোর শুরুটা একদমই ভালো হয়নি, চার ম্যাচে পেয়েছে পাঁচ পয়েন্ট। তবে গ্রিজমান আশাবাদী, শিগগিরই দলের সঙ্গে স্বরূপে ফিরবেন তিনি নিজেও।