"ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ" করার অভিযোগ স্টোকস-হেলসের বিরুদ্ধে
“ক্রিকেটের ভাবমূর্তি” ক্ষুণ্ণ করার অভিযোগের ইসিবির শুনানির মুখোমুখি হতে হবে বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে। গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইট ক্লাবের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়া দুই ক্রিকেটারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে বিসিবি। ডিসেম্বরে হবে ইসিবির এই অভ্যন্তরীন ডিসিপ্লিনারি কমিশনের শুনানি।
স্টোকস অবশ্য আইনী অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। শুনানির পর হাঙ্গামার মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে ব্রিস্টলের একটি আদালত। আর হেলসের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনও অভিযোগ আনেনি পুলিশ, তদন্তে সহায়তার জন্যই শুধু ডাকা হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডের পর ব্রিস্টলের এমবার্গো নাইটক্লাবের বাইরে দুজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন স্টোকস ও হেলস। তদন্ত চলাকালীন সময়ে দুজনকেই সাময়িক বহিষ্কার করেছিল ইসিবি, অ্যাশেজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তারা।
তবে ডিসেম্বরে শুনানি বলে এর আগে অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কা সফরে খেলতে বাধা নেই এই দুজনের। শুনানি হবে দুই দিন- ডিসেম্বরের ৫ ও ৭ তারিখে, লন্ডনে।