'রোনালদোর দলবদলের ওপর তাঁর বাই-আউট ক্লজের প্রভাব নেই'
শেষ যেবার রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছিলেন, তখন ক্রিশ্চিয়ানও রোনালদোর ‘বাই আউট ক্লজ’ ছিল ১ বিলিয়ন ইউরো। কিন্তু শেষমেশ এই ক্লজ কোনো কাজেই আসেনি রিয়ালের। ১ বিলিয়ন নয়, বরং ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। এতদিন এ ব্যাপারে নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদোর দলবদলের সাথে ওর বাই আউট ক্লজের সম্পর্ক নেই - এমনটাই বলেছেন পেরেজ।
স্প্যানিশ এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কথা উঠতেই নিজেদের অবস্থান পরিষ্কার করে দেন পেরেজ, “আমরা কখনোই ওকে বিক্রি করতে চাইনি। ক্রিস (রোনালদো) নিজের ইচ্ছাতেই ক্লাব ছেড়েছে। সে আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের ইতিহাসে আলফ্রেডো ডি স্টেফানোর পরই তার অবস্থান। কোনো খেলোয়াড় নিজের ইচ্ছায় ক্লাব ছাড়তে চাইলে আমরা কখনোই তাকে আটকাব না। নিজের ব্যক্তিগত ইচ্ছাতেই সে ক্লাব ছেড়েছে। তার জন্য সর্বোচ্চ মূল্যটাই পেয়েছি আমরা।”