"কখনোই স্পেনের বাইরে লিগের ম্যাচ খেলবে না রিয়াল"
আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ খেলছে বার্সেলোনা-জিরোনা, এ অনেকটাই নিশ্চিত। স্পেনের বাইরে লিগের ম্যাচ খেলা নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ সাফ জানিয়ে দিলেন, কখনোই স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলবে না রিয়াল।
২৭ জানুয়ারি মায়ামিতে হতে পারে বার্সা-জিরোনা ম্যাচ। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের প্রসার বাড়াতেই লা লিগার সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ফুটবলারদের মতামত নিয়েই খেলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে, জানিয়েছে স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন।
পেরেজ অবশ্য বলছেন, যতকিছুই হোক রিয়াল যুক্তরাষ্ট্রে কিংবা স্পেনের বাইরে লিগের ম্যাচ খেলতে যাবে না, ‘আমরা যুক্তরাষ্ট্রে যাব না। কাদের লাভের জন্য আসলে এরকম আমচ আয়োজন করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। এই ম্যাচের আমন্ত্রণ পেলে আমরা সাফ মানা করে দেবো। স্পেনের মানুষ স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে চায়, তাদের আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না।’
এদিকে পেরেজের কথার জবাবে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, কোনো ক্লাবই স্পেনের বাইরে খেলতে ‘বাধ্য’ থাকবে না, ‘কাউকে যুক্তরাষ্ট্রে যেতেই হবে, এমনটা ভাবা উচিত নয়। আর কী কারণে আমরা যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন করতে চাই, এটা রিয়ালও জানে। তারা প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্রে যে কোম্পানির আমন্ত্রণে খেলতে যায়, আমরাও তাদের সাথেই চুক্তি করেছি।’