• লা লিগা
  • " />

     

    এক মাসের জন্য মাঠের বাইরে ইস্কো

    এক মাসের জন্য মাঠের বাইরে ইস্কো    

     

    এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ও স্পেনের হয়ে আছেন দারুণ ফর্মে। লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে করেছেন ২ টি গোল, আছে অ্যাসিস্টও। ইস্কোর এই যাত্রায় এবার কিছুটা ভাটা পড়তে যাচ্ছে। অ্যাপেন্ডিসের অস্ত্রোপচারের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে ইস্কোকে।

    গত কয়েক সপ্তাহ ধরেই অ্যাপেন্ডিসের ব্যথায় ভুগছিলেন ইস্কো। ব্যথা নিয়েই খেলে গেছেন। শেষ পর্যন্ত রিয়াল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। গতকাল তার সফল অস্ত্রোপচার হয়েছে। তবে এই অস্ত্রোপচারের কারণে অনেকদিন ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না ইস্কো।

    রিয়ালের হয়ে ইস্কো খেলতে পারবেন না কমপক্ষে চার ম্যাচ। রিয়ালের সামনে আসছে কঠিন দুই ম্যাচ, সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইস্কোকে পাবে না রিয়াল।  এরপর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে খেলতে পারবেন না। চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষেও দলে থাকবেন না তিনি।

    স্পেনের সামনে আছে দুটি প্রীতি ম্যাচ। ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই তাকে স্কোয়াডে রাখতে পারবেন না লুইস এনরিকে।

    অক্টোবরের শেষের দিকে লেভান্তের বিপক্ষে ফিরতে পারেন ইস্কো। তবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে সামনে রেখে তাকে এই ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে।