কিক অফের আগে: বার্নাব্যুতে এবার অ্যাটলেটিকো বাধা পেরোবে রিয়াল?
এল ক্লাসিকোর পর লা লিগায় সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় এই মাদ্রিদ ডার্বিই। লিগে মৌসুমের প্রথম ডার্বিতে আজ রাতে মুখোমুখি বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে হারের পর ঘুরে দাড়িয়ে জিততে পারবে লোপেতেগির রিয়াল? নাকি রামোসদের হারিয়ে পয়েন্ট টেবিলে তাদের ওপরে চলে যাবে সিমিওনের অ্যাটলেটিকো?
রোনালদোকে ছাড়াই শক্তিশালী রিয়াল?
গত ৯ বছরে ডার্বির আগে তাকে নিয়েই ভাবতে হয়েছে সবচেয়ে বেশি। এবার রোনালদোকে নিয়ে আর মাথা ঘামাতে হচ্ছে না অ্যাটলেটিকো কোচ সিমিওনেকে। তবে রোনালদো না থাকলেও রিয়ালের শক্তিমত্তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তার মনে, ‘রোনালদোকে ছাড়াই রিয়াল এই মৌসুমে দারুণ খেলছে। ডার্বিতে তাই রোনালদোর না থাকা নিয়ে খুশি হওয়ার কিছুই নেই। আর গত ৫ ম্যাচে বার্নাব্যুতে আমরা হারিনি, কিন্তু অতীতে যা হয়েছে সেটা দেখার বিষয় না। রিয়ালকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে সবাইকে।’
মৌসুমের শুরুটা ভালো হলেও গত ম্যাচে সেভিয়ার কাছে ৩-০ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে রিয়াল। লোপেতেগি তাই ঘুরে দাড়াতে বদ্ধ পরিকর, ‘সেভিয়ার সাথে আমরা ভালো খেলিনি। প্রথমার্ধেই তিন গোল হজম করেছিলাম। অ্যাটলেটিকোর বিপক্ষে রক্ষণটা আরও শক্তিশালী করতে হবে।’
লড়াইয়ের ভেতরে লড়াই
আঁতোইন গ্রিজমান, ডিয়েগো কস্তাদের ঠেকানোর মুল দায়িত্বটা থাকবে রিয়াল অধিনায়ক রামোসের কাঁধেই। তাকে সঙ্গ দিতে প্রস্তুত রাফায়েল ভারান। অন্যদিকে এই মৌসুমে দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা ও মার্কো আসেনসিওরা যেন গোল করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখবেন গোডিনরা।
দুই দলেই ইনজুরি শঙ্কা
ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল অ্যাটলেটিকো দুই দলেই আছে কিছু ইনজুরি সমস্যা। অ্যাপেন্ডিসের অস্ত্রোপচারের কারণে এই ম্যাচে খেলবে না ইস্কো। খেয়া নিয়ে শঙ্কায় আছেন ডিফেন্ডার মার্সেলোও। তবে সুস্থ হয়ে ফিরেছেন দানি কারভাহাল। আজকের ম্যাচে তাকে মাঠে নামতে দেখা যেতে পারে।
অ্যাটলেটিকোর হয়ে মাঠে নামা নিয়ে শঙ্কায় আছেন ডিফেন্ডার মারিয়া গিমেনেজ। আরেক ডিফেন্ডার স্টেফান সাভিচও ইনজুরির কারণে বেঞ্চেই বসে থাকবেন।
এই মৌসুমের শুরুতে দেখা হয়েছিল দুই দলেই। ইউয়েফা সুপার কাপে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে জিতেছিল অ্যাটলেটিকোই। ঘরের মাঠে তাই জয় দিয়েই এর ‘প্রতিশোধ’ নিতে চাইবেন রামোসরা।