মেসি-পিকের সম্পর্কে ফাটল?
সেই লা মেসিয়া থেকেই দুজনের একসাথে পথচলা। দীর্ঘদিন ধরে খেলছেন বার্সেলোনাতে। লিওনেল মেসি ও জেকার্ড পিকের বন্ধুত্বটা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। কিন্তু হুট করেই স্প্যানিশ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, মেসি-পিকের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে বেশ বাজেভাবেই!
কিন্তু কেন সম্পর্কে ধরেছে চিড়? জানা গেছে, মেসি ও পিকে দুজন দুজনের ওপরই খানিকটা রাগ। বার্সার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণেই নাকি হয়েছে এমনটা। মেসির ওপর পিকে রাগ, কারণ তিনি মনে করেন ক্লাবের কঠিন মুহূর্তে মেসি সংবাদমাধ্যমকে একেবারেই সামলাতে চান না। বার্সা নয়, মেসি নাকি শুধু আর্জেন্টিনার হয়েই সাংবাদিকদের সাথে কথা বলেন, পিকের দাবি এমনটাই।
অন্যদিকে মেসি রেগে আছে পিকের রক্ষণের ভূমিকা নিয়ে। গত কয়েক ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগ খুবই সাদামাটা লেগেছে, বিশেষ করে পিকেকে। মেসি নাকি বলেছেন, পিকের কারণে অনেক বেশি গোল খাচ্ছে কাতালান ক্লাবটি। দলকে ভালো করতে হলে পিকেকেই সামনে এগিয়ে আসতে হবে, মেসি মনে করেন এমনটাই।
তবে মেসি-পিকে দ্বন্দ্ব নিয়ে তাদের দুইজন কিংবা বার্সা কোচ ভালভার্দে কেউই কোনো মন্তব্য করেননি।