• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    রোনালদোকে ছাড়া আরও একবার দল ঘোষণা পর্তুগালের

    রোনালদোকে ছাড়া আরও একবার দল ঘোষণা পর্তুগালের    

    অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দুইটি আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ইউয়েফা নেশনস লিগে পোল্যান্ড ও এর আগে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। অধিনায়ককে দলে না রাখার কারণ নিশ্চিত না করলেও সান্তোস জানিয়েছেন পর্তুগাল দলে আবারও ফিরবেন রোনালদো। 

    "ভবিষ্যতে জাতীয় দলের জন্য কাজ করা থেকে কিছুই রোনালদোকে থামিয়ে রাখতে পারবে না।" সংবাদ সম্মেলনে জানিয়েছেন সান্তোস। অক্টোবরের ১১ তারিখ পোল্যান্ডের সঙ্গে খেলা, এর তিন দিন আগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। 

    বিশ্বকাপে উরুগুয়ের কাছে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার পর আর পর্তুগালের হয়ে খেলেননি রোনালদো। সেপ্টেম্বরে নেশনস লিগের ম্যাচেও তিনি ছিলেন দলের বাইরে। এই মৌসুমে নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে শুরুটা দারুণ করলেও, মাঠের বাইরের এক ঝামেলা নিয়ে এখন ভুগতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের অভিযোগ। যদিও তিনি পুরোপুরি অস্বীকার করেছেন  সেই অভিযোগ, দিয়েছেন বিবৃতিও। তবে এর সঙ্গে রোনালদোর দলে থাকা না থাকার কোনো সম্পর্ক আছে কী না সেটা নিশ্চিতভাবে জানা যায়নি।