• লা লিগা
  • " />

     

    রামোসকে পাশে পাচ্ছেন লোপেতেগি

    রামোসকে পাশে পাচ্ছেন লোপেতেগি    

     

    চার ম্যাচে তিন হার, গোল নেই একটাও। ১৯৮৫ সালের পর এত ম্যাচে এই প্রথম গোলশূন্য রিয়াল মাদ্রিদ। অনেকেই কোচ হুলেন লোপেতেগির পদত্যাগও চাচ্ছেন। তবে এই দুঃসময়ে রিয়াল কোচ পাশে পাচ্ছেন অধিনায়ক সার্জিও রামোসকে। রামোস বলছেন, কোচ বদলানো কোনো সমাধান নয়।

    গত কয়েক সপ্তাহ ধরেই গোলখরায় ভুগছে রিয়াল। দলের এই অবস্থার পরিবর্তনে লোপেতেগির বিদায়ের দাবিও উঠেছে। রামোস অবশ্য লোপেতেগিকেই কোচের পদে রাখার পক্ষপাতী, ‘যদিও এটা ফুটবলারদের বলার বিষয় নয়, তাও আমি বলছি। একটা দলের জন্য হুটহাট কোচের পরিবর্তন একদমই ভালো না। বিশেষ করে যে দল শিরোপার জন্য লড়ছে তাদের জন্য তো একদমই না! মৌসুমের অনেকটা বাকি, সবাইকে ভরসা রাখতে হবে কোচ ও ফুটবলারদের ওপর।’

    মাদ্রিদ ঘুরে দাড়িয়ে ঠিকই জয়ের ধারায় ফিরবে, বিশ্বাস রামোসের, ‘যারা রিয়ালকে এখনই বাতিলের খাতায় ফেলে দিয়েছে, তাদের বলতে চাই, রিয়াল শেষ পর্যন্ত লড়ে যাবে। এটা আমাদের রক্তেই আছে। এখন খারাপ সময় চলছে, আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে জয়ের পথে ফিরতে চাই।’

    রামোসের কথা যেন ঠিক হয়, এমনটাই চাইবেন রিয়াল সমর্থকরা।