"আমার ভালো অনেকেই চায় না"
বার্সেলোনার হয়ে ২০১৮-১৯ মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি তার। লেগানেসের বিপক্ষে ম্যাচে তাঁর ভুল থেকেই এসেছিল বার্সার প্রতিপক্ষের জয়সূচক গোল। গতকাল এস্তাদিও মেস্তায়াতে ভ্যালেন্সিয়ার গোলটাও হয়েছে তাঁর ভুলেই। ফর্মহীনতায় ভুগতে থাকা জেরার্ড পিকে অবশ্য এরপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না একেবারেই। উলটো অনেকেই তার খারাপ, তার ব্যর্থতা দেখতে চান- এমন অভিযোগ করেছেন স্পেনের অবসরপ্রাপ্ত ডিফেন্ডার।
মৌসুমের শুরুতে তার এমন গড়পড়তা ফর্মের কথা উঠতেই যেন খানিকটা খেপে গেলেন পিকে, “আমি জানি এমন অসংখ্য লোক আছে যারা আমার ভালো একেবারেই চায় না। ম্যাচে আমি যেন ভুল করি- সে অপেক্ষায় তীর্থের কাকের মতই বসে থাকেন অনেকেই।” এতটুকু বলেই ক্ষান্ত দেননি পিকে; রীতিমত একহাত নিয়েছেন নিজের নিন্দুকদের, “তারা এমনটা যত ইচ্ছা উপভোগ করতে পারে। আমার মতে, তাদের উচিত গুহর থেকে বেরিয়ে এসে গায়ে আলো বাতাস মাখা। তাহলে হয়ত আসল পরিস্থিতি কিছুটা হলেও ঠাওর করতে পারবেন তারা। আমি কোনো ভুল করলেই তা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে যায়। বার্সা গোল খেলেই দোষ হয় আমার। শুধু মাদ্রিদ নয়, আরও অনেক জায়গায় এমন অসংখ্য নিন্দুক আছে আমার।”
শুধু নিন্দুক নন, সংবাদমাধ্যমের দিকেও আঙ্গুল তুলেছেন পিকে, “তারাও (সাংবাদিকরা) এমনটা করতে বেশ উপভোগ করে। তাদের ক্ষেত্রে আমার একই পরামর্শ থাকবে। গুহা থেকে বেরিয়ে আসুন। কারণ, আর বেশি দিন আমার ফর্মহীনতায় পাওয়া সুখ উপভোগ করতে পারবেন না আপনারা।”