• জাতীয় ক্রিকেট লিগ ২০১৮/১৯
  • " />

     

    প্রথম ডাবল সেঞ্চুরির পথে সাদমান, এগিয়ে যাচ্ছে মেট্রোও

    প্রথম ডাবল সেঞ্চুরির পথে সাদমান, এগিয়ে যাচ্ছে মেট্রোও    

    দ্বিতীয় স্তর
    ঢাকা-ঢাকা মেট্রো, ফতুল্লা
    টস- মেট্রো (ফিল্ডিং) 
    ২য় দিনশেষে 
    ঢাকা ১ম ইনিংস ২০৬ অল-আউট (তাইবুর ৮৮, রনি ৩০, আরাফাত সানি ৭/৫৭)
    ঢাকা মেট্রো ১ম ইনিংস* ৩১২/৪ (সাদমান ১৮৬*, আশরাফুল ৪৯, শাহাদাত ২/৫৪) 


    টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। ক্যারিয়ারসর্বোচ্চ ১৮৬ রানে অপরাজিত আছেন তিনি, তার ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো এগিয়ে গেছে ১০৬ রানে, বাকি আছে ৪ উইকেট। 

    আগেরদিন ২৬ রানে দিন শেষ করা মেট্রো এদিন টপ অর্ডারে সম্মুখীন হয়েছিল ধসের। ১৫ রানের ব্যবশানে ফিরেছেন সৈকত আলি, শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েছেন সাদমান, ২০১ বলে পূরণ করেছেন সেঞ্চুরি। 

    ৪৯ রানে শুভাগত হোমের বলে ক্যাচ দিয়েছেন আশরাফুল। ৫ম উইকেটে সাদমানের সঙ্গে মেহরাব হোসেন জুনিয়রের জুটি অবিচ্ছিন্ন এখন ১১২ রানে। 

    ৩১৩ বল খেলেছেন সাদমান, ২১ চারের সঙ্গে মেরেছেন ১টি ছয়। সঙ্গী মেহরাব অপরাজিত ৩৭ রানে। 


    দ্বিতীয় স্তর
    চট্টগ্রাম-সিলেট, কক্সবাজার 
    টস- চট্টগ্রাম (ব্যাটিং) 
    দ্বিতীয় দিনশেষে
    চট্টগ্রাম ১ম ইনিংস* ২৮২/৯ (সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, শাহনূর ৩/৫৮, নাবিল ২/৩৬)


    বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পড়েছে কক্সবাজারের ম্যাচে। চট্টগ্রাম-সিলেটের দ্বিতীয় দিনের খেলা পুরোটাই ভেসে গেছে বৃষ্টির কারণে।