• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ক্রুসের সমালোচনা অনুপ্রেরণা হিসেবে দেখেন সানে

    ক্রুসের সমালোচনা অনুপ্রেরণা হিসেবে দেখেন সানে    

    বিশ্বকাপ দল থেকে হুট করেই বাদ পড়েছিলেন। পড়ে পেপ গার্দিওলার দলেও বাদ পড়েছেন। জাতীয় দল আর ক্লাবে লিরয় সানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অথচ গত মৌসুমেই তিনি হয়েছিলেন প্রিমিয়ার লিগের সেরা। সেপ্টেম্বরে জাতীয় দলে ফিরেও সতীর্থ খেলোয়াড় টনি ক্রুসও সমালোচনা করেছিলেন সানের। এরপর সফরের মাঝপথেই হোটেল ছাড়েন সানে, যদিও সেটা ব্যক্তিগত কারণেই। 

    ক্রুস সানের সমালোচনা করেছিলেন শৃঙ্খলা নিয়ে। যদি সানে মনে করছেন এই সমালোচনাই তার ফিরে আসার অনুপ্রেরণা। "খারাপ খেললে আমার মন খারাপ হয় না, তা না। আমি সবসময়ই চাই দল জিতুক। এটা তাও মেনে নিয়েছি যে আমাকে দেখে হয়ত মানুষ বুঝতে পারে না। তবে সমালোচনাটা ব্যক্তিগত ভাবে করাই আমার কাছে ভালো মনে হয়। যা হোক, আমি এটা নিয়ে কাজ করব। সমালোচনা আসলে ভালো, এটা নিজেকে শুদ্ধ করতে সাহায্য করবে।"

    এই সপ্তাহে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে নেদারল্যান্ডস ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। লিরয় সানে এখন জার্মানির সঙ্গে আছেন সেই ক্যাম্পেই।