• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কঠোর হচ্ছে আইসিসি

    ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কঠোর হচ্ছে আইসিসি    

    সেই আইপিএল থেকে শুরু। গত এগারো বছরে ক্রিকেট বিশ্ব দেখেছে ফ্র্যাঞ্চাইজি লিগের উত্থান। টি-টোয়েন্টির পাশাপাশি এখন এসেছে টি-টেন ক্রিকেট লিগও। প্রতিনিয়তই বাড়তে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে খানিকটা চিন্তিত আইসিসি। আইসিসির পক্ষ থেকে জানান হয়েছে, এখন থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের ওপর বিশেষ নজর রাখা হবে।

    ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে অনেকেই ছাড়ছেন আন্তর্জাতিক ক্রিকেট। লিগগুলোকে ঘিরে জুয়াড়িদের আনাগোনা বাড়ছে প্রতিনিয়তই। আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিক বলছেন, এসব নিয়ে আইসিসি আরও বেশি নজরদারি বাড়াবে, ‘সামনের বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। বোর্ড কীভাবে ও কোন নিয়মে ক্রিকেটারদের এইসব লিগে খেলতে দেবে, লিগের নিয়মনীতি, নিরাপত্তা কেমন হবে সবকিছু নিয়েই ভাবছে আইসিসি। যেহেতু এসব লিগ দিন দিন বাড়ছে ও শক্ত জায়গা করে নিয়েছে ক্রিকেটে, তাই এসবে বাড়তি নজরদারি আনা দরকার।’

    এখন থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে হলে আইসিসির কঠোর নিয়মের মাঝে দিয়ে যেতে হবে আয়োজনদের, জানালেন অ্যালারডিক, ‘এখন থেকে কেউ চাইলেই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে পারবে না। আইসিসির পক্ষ থেকে কঠিন শর্ত দেওয়া হবে। ওসব পূরণ করার সক্ষমতা থাকলেই কেবল লিগ আয়োজন করতে পারবে দেশটি।’

    শেষ পর্যন্ত আইসিসি কতটুক কঠোর হতে পারে, সেটাই দেখার বিষয়।