ক্লাসিকোর আগে রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় বার্সা
মৌসুমের শুরু থেকেই দলের রক্ষণভাগ চিন্তার ভাজ ফেলছে তার কপালে। এল ক্লাসিকো যতই এগিয়ে আসছে, বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দের দুশ্চিন্তাও ততো বাড়ছে। এসবের মাঝে আরেকটি দুঃসংবাদ শুনল বার্সা। বেলজিয়ামের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়া বার্সা ডিফেন্ডার থমাস ভারমেলেনও থাকছেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
লা লিগায় ৮ ম্যাচে এখন পর্যন্ত বার্সা হজম করেছে ৯ গোল। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আক্রমণের সামনে কাতালান রক্ষণভাগকে প্রায় সময়ই মনে হচ্ছে অসহায়। লিওনেল মেসিরা বেশ কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়েছেন ডিফেন্ডারদের ভুলে গোল হজম করেই।
এমনিতেই স্যামুয়েল উমতিতির ইনজুরিতে বার্সা রক্ষণভাগ অনেকটাই ছিল নড়বড়ে। জেরার্ড পিকের সঙ্গী হিসেবে কিছুটা সামাল দিচ্ছেন ভারমেলেন। সেই ভারমেলেনও পড়লেন ইনজুরিতে। কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ভারমেলেনকে। খেলতে পারবেন না আট ম্যাচ।
আগামী সপ্তাহে সাত দিনের মাঝে বার্সেলোনা খেলবে সেভিয়া, ইন্টার মিলান ও রিয়ালের বিপক্ষে। গুরুত্বপূর্ণ তিন ম্যাচকে সামনে রেখে দলের রক্ষণভাগ সাজাতে হিমশিম খাচ্ছেন ভালভার্দে। পিকের সাথে রক্ষণ সামলাতে ফিট আছেন এই মৌসুমেই বার্সায় আশা ক্লেমেন্ট লেংলেট।
তবে নিজের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়া লেংলেট কতটুক চাপ সামলে খেলতে পারবেন এল ক্লাসিকোসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, সেটা নিয়েও শঙ্কা আছে। এদিকে একের পর এক ভুল করে চলা পিকেও বার্সা রক্ষণভাগকে কতটুক আগলে রাখবেন, সেটা নিয়েও জেগেছে প্রশ্ন।