• জাতীয় ক্রিকেট লিগ ২০১৮/১৯
  • " />

     

    ড্র ম্যাচে রাজিন-জাকিরের আক্ষেপ

    ড্র ম্যাচে রাজিন-জাকিরের আক্ষেপ    

    দ্বিতীয় স্তর
    ঢাকা মেট্রো-চট্টগ্রাম, বগুড়া
    টস- চট্টগ্রাম (ফিল্ডিং) 
    ঢাকা মেট্রো ১ম ইনিংস ২৮৭ অল-আউট (জাবিদ ৯০, শামসুর ৫১*, নাঈম ৩/৭৪, রানা ২/৩১) ও ২য় ইনিংস ২৫৪/৭ ডিক্লে. (সাদমান ৬২, শামসুর ৫২, সৈকত ৪০, নাঈম ৬/১১৯)
    চট্টগ্রাম ১ম ইনিংস ২৩৬ (তাসামুল ১১৬, মুমিনুল ৩৪, তাসকিন ৫/৬৭, আরাফাত সানি ২/৫৩) ও ২য় ইনিংস ১৫৯/৩ (পিনাক ৫৯*, মুমিনুল ৩২, আরাফাত ২/৭৭) 
    ম্যাচ ড্র 


    চট্টগ্রামকে ৬৮ ওভারে ৩০৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঢাকা মেট্রো, তবে চট্টগ্রাম সেই চ্যালেঞ্জটা নেয়নি মোটেও। শেষ পর্যন্ত ৫৪ ওভারে ২.৯৪ হারে রান তুলেছে তারা, ড্র-ই হয়েছে দ্বিতীয় স্তরের এই ম্যাচ। 

    আগেরদিনের সঙ্গে আজ ৬৩ রান তুলেছে মেট্রো, নিচের দিকে নামা শামসুর রহমান করেছেন ৫২ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন শরিফুল্লাহ, এবার করেছেন অপরাজিত ৩১ রান। তার ব্যাটিংয়ে লিড ৩০০ ছাড়িয়েছে মেট্রো। আগেরদিন ৫ উইকেট নেওয়া নাঈম এদিন নিয়েছেন আরও একটি। 

    শুরুতেই রক্ষণাত্মক মুডে চলে গেছে চট্টগ্রামের ব্যাটিং, ১৯তম ওভারে ওপেনার সাদিকুর রহমান আরাফাত সানি বোল্ড হওয়ার আগে চট্টগ্রাম তুলেছে মাত্র ৩৮ রান। 

    মুমিনুল ও ইয়াসির আলি একটু দ্রুত খেলেছেন, দুজন আউট হয়েছেন শরিফুল্লাহ ও সানির বলে। ১৬৪ বলে ৫৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওপেনার পিনাক ঘোষ। 

    এ ম্যাচ দিয়ে ঢাকার সঙ্গে প্রায় ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষে আছে এখন মেট্রো।  


     

    দ্বিতীয় স্তর 
    সিলেট-ঢাকা, কক্সবাজার 
    টস- ঢাকা (ফিল্ডিং) 
    সিলেট ১ম ইনিংস ৩৫৫/৯ ডিক্লে. (রাজিন ৯৬, জাকির ৮৮, তাইবুর ৪/৭৮, শুভাগত ৩/৭২) 
    ঢাকা ১ম ইনিংস* ৫৫/৩ (সাইফ ২২, এনামুল জুনিয়র ২/৭) 
    ম্যাচ ড্র 


    অন্য ম্যাচগুলোর মতো ড্র হয়েছে এটিও, তবে এক ইনিংসেই সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন দুজন। আগের দিন ৬৪ রানে অপরাজিত থাকা জাকির সেঞ্চুরি থেকে ১২ রান দূরে এলবিডব্লিউ হয়েছেন শাহাদাতের বলে, রাজিন সালেহর সঙ্গে ১৫১ রানের জুটি ভেঙেছে তাতেই। 

    অলোক কাপালির সঙ্গে ৫১ রানের জুটির পর জাকিরকে অনুসরণ করেছেন রাজিন, সেঞ্চুরি থেকে ৪ রান দূরে। তাইবুর রহমানের বলে তিনি দিয়েছেন ক্যাচ। ২৪৩ বল খেলেছেন রাজিন, ৯ চারের সঙ্গে মেরেছেন ৩ ছয়। 

    লাঞ্চের ঘন্টাখানেক পর ইনিংস ঘোষণা করেছে সিলেট, ৩৪ রান করা রুমান আহমেদ আউট হওয়ার পর। 

    চা-বিরতির আগেই জয়রাজ শেখকে হারিয়ে বসে ঢাকা, এরপর ১ রানের ব্যবধানে আব্দুল মজিদ ও সাইফ হাসানকে ফেরান এনামুল জুনিয়র। ম্যাচের রোমাঞ্চও শেষ হয়ে গেছে সেখানেই, বৃষ্টির কারণে দুইদিন খেলা হওয়া ম্যাচো তাই ড্র ছাড়া দেখেনি অন্য কিছু।