• লা লিগা
  • " />

     

    ১১ বছর পর মেসি-রোনালদোহীন এল ক্লাসিকো

    ১১ বছর পর মেসি-রোনালদোহীন এল ক্লাসিকো    

     

    গত এক দশক ধরে এল ক্লাসিকো মানেই যেন তাদের দুজনের লড়াই। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ খেলা হচ্ছে, অথচ মাঠে নেই লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ কবে হয়েছিল এমনটা, মনে করুন তো। আপনাকে চলে যেতে হবে অনেক পেছনে। এল ক্লাসিকোতে দুজনের একজনও খেলেননি, এরকম ঘটনা ঘটেছে ২০০৭ সালে! আগামী ২৮ অক্টোবরের ক্লাসিকোতে থাকছেন না মেসি-রোনালদোর কেউই। 

    মৌসুমের শুরুতেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছে রোনালদো। রোনালদোকে ছাড়া কিছুটা রঙ হারাবে ক্লাসিকো, অনেকের ধারণা এমনটাই। রোনালদো তো নেই, এবার ক্লাসিকো থেকে ছিটকে গেছেন মেসিও।

    সেভিয়ার বিপক্ষে কাল মাত্র ১৭ মিনিটেই হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মেসি। পড়ে জানান হয়, তিন সপ্তাহের জন্য মাঠে নামতে পারবেন না। ফলে আগামী সপ্তাহের এল ক্লাসিকোতেও খেলা হচ্ছে না তার।

    মেসি-রোনালদো কেউ নেই, এরকম ক্লাসিকো শেষবার হয়েছে ২০০৭ সালের ডিসেম্বরে। তখনও রিয়ালে আসেননি রোনালদো। এবারের মতো তখনও ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। মাংসপেশির ইনজুরির কারণেই খেলা হয়নি তার। সেই ম্যাচে হুলিও বাপতিস্তার একমাত্র গোলে জিতেছিল রিয়াল।

    গত ১৪ বছরে মেসি মিস করেছেন মাত্র দুটি ক্লাসিকো। এই দুই ম্যাচের একটিতেও জেতেনি বার্সা। এই রেকর্ড হয়ত কিছুটা আশা জোগাবে টানা তিন ম্যাচ হারা রিয়াল ডাগআউটে। ২০০৭ সালের আগে আরেকবার ক্লাসিকো মিস করেছিলেন মেসি, সেটা ছিল ২০০৬ সালের এপ্রিলে।

    ২৬ গোল করে ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসিই। রোনালদো ও ডি স্টেফানো করেছেন ১৮টি করে গোল।