"মেসি-রোনালদো না থাকলেও ক্লাসিকো হবে উত্তেজনাপূর্ণ"
এল ক্লাসিকোতে মেসি-রোনালদো নেই, এরকম দৃশ্য বহু বছর দেখেনি স্প্যানিশ ফুটবল ভক্তরা। দীর্ঘ ১১ বছর পর তাদের দুজনকে ছাড়াই মাঠে গড়াবে ক্লাসিকো। মেসি-রোনালদো না থাকায় কি একটু হলেও জৌলুস কমবে ধ্রুপদী এই লড়াইয়ের? বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বলছেন, তাদের দুজন না থাকলেও ক্লাসিকো হবে ক্লাসিকোর মতোই উত্তেজনায় ভরপুর।
রোনালদো এখন জুভেন্টাসে। মেসিও সেভিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। গত ১১ বছরে এই দুজনকেই ছিলেন ক্লাব ফুটবলের সবচেয়ে ধ্রুপদী লড়াইয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবার সেই দুজনকে ছাড়াই হবে ক্লাসিকো।
সুয়ারেজ মনে করেন, মেসি-রোনালদো না থাকলেও ক্লাসিকোর উত্তেজনায় কোনো ভাটা পড়বে না, ‘এল ক্লাসিকো সবসময়ই এল ক্লাসিকো। গতবারের ক্লাসিকোর দিকে তাকান। আমরা তো প্রায় চ্যাম্পিয়ন হয়েই গিয়েছিলাম ওই ম্যাচের আগে। কিন্তু ম্যাচে সেটা মনে হয়নি কখনোই। এটা এমনই, যে অবস্থাতেই ম্যাচটা হোক না কেনও, সেটায় উত্তেজনা থাকবেই। মেসি রোনালদো নেই, এটাতে আসলে খুব একটা কমতি হবে না উত্তেজনার।’
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না। চাকরি হারানোর শঙ্কায় আছেন কোচ হুলেন লোপেতেগিও। ক্লাসিকোতে হারলে হয়ত বরখাস্তও হতে পারেন তিনি। সুয়ারেজ অবশ্য মনে করেন, যত খারাপ হালই থাকুক না কেনও, ক্লাসিকোতে লড়াইটা হবে জমজমাট, ‘তাদের কোচ এই মৌসুমেই এসেছেন। তাদের সাম্প্রতিক ফলাফল খুব একটা ভালো না হলেও তাদের দলটা দারুণ শক্তিশালী। তাদের দুর্বলতাও আছে। আমাদের সেটাই খুঁজে বের করতে হবে। উত্তেজনায় ভরপুর একটা ম্যাচ হবে বলেই আশা করছি।’
আগামীকাল রাতে ক্যাম্প নুতে খেলবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা, রিয়াল আছে সপ্তম স্থানে।