• লা লিগা
  • " />

     

    ক্লাসিকো হারলেও মারা যাবো না: লোপেতেগি

    ক্লাসিকো হারলেও মারা যাবো না: লোপেতেগি    

     

    দল আছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। চাকরি হারানোর শঙ্কাও সর্বক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে তার। আজকের ক্লাসিকো তাই রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগির কাছে আক্ষরিক অর্থেই ‘অগ্নিপরীক্ষা’। পর্বতসমান চাপ নিয়ে ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে এসে লোপেতেগি অবশ্য চাপমুক্ত থাকার আভাসই দিলেন। খানিকটা মজা করেই বললেন, ম্যাচের ফলাফল যাই হোক, তিনি মারা যাবেন না!

    চাকরি হারাতে পারতেন চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচেই। সেই ম্যাচ জিতে লোপেতেগির চাকরি বাঁচিয়েছেন রিয়াল ফুটবলাররা। বার্সেলোনার বিপক্ষে কাঙ্ক্ষিত ফলাফল না এলেই বিদায়ঘণ্টা বাজতে পারে তার।

    এরকম পরিস্থিতিতেও লোপেতেগি নির্ভার হয়েই ডাগআউটে দাঁড়াবেন, ‘যত চাপেই থাকি, নিঃশ্বাস তো নিতে হবে নাকি? আমার তো মনে হয় না আমি ম্যাচের পর মরেই যাব! সবাই নিজের শতভাগ দিয়েই চেষ্টা করছে। দল যেন ভালো পারফর্ম করে, এটা সবাই চায়। চাপ সামলেই ভালো খেলতে হবে।’

    দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াবে রিয়াল, এমনটাই প্রত্যাশা লোপেতেগির, ‘আমরা মাত্র অক্টোবরে আছি। ঘুরে দাঁড়ানোর সময় এখনো আছে। ফুটবলাররা আমার ওপর ভরসা রেখেছে, আমিও তাদের ওপর ভরসা রাখি। আমি নিশ্চিত তারা কঠোর পরিশ্রম করে অবস্থার পরিবর্তন ঘটাবে। ক্লাসিকো দিয়েই সেটা শুরু হবে।’