• লা লিগা
  • " />

     

    বার্সা প্রমাণ করেছে মেসিকে ছাড়াই তারা ভালো দল: সুয়ারেজ

    বার্সা প্রমাণ করেছে মেসিকে ছাড়াই তারা ভালো দল: সুয়ারেজ    

     

    ম্যাচের আগে তিনি বলেছিলেন, মেসি-রোনালদো না থাকলেও ক্লাসিকো হবে ক্লাসিকোর মতোই। লুইস সুয়ারেজের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাসিকো জিতেছে বার্সেলোনা। সুয়ারেজ বলছেন, বার্সা প্রমাণ করেছে মেসিকে ছাড়াই তারা ভালো দল।

    ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। তাকে ছাড়া ক্লাসিকোতে কেমন খেলবে বার্সেলোনা, সে নিয়ে ছিল নানা প্রশ্ন। সব প্রশ্নের জবাব ন্যু ক্যাম্পেই দিলেন সুয়ারেজরা। রিয়ালের জালে পাঁচবার বল জড়িয়ে অনেকটা একপেশেভাবেই ক্লাসিকো জিতে নিল কাতালানরা।

    সুয়ারেজ মনে করেন, মেসিকে ছাড়া সবসময়ই জেতার সক্ষমতা আছে বার্সার, ‘মেসি থাকলে ভালো হয়, সে বিশ্বের সেরা। কিন্তু দল হিসেবে আমরা মেসিকে ছাড়াই অনেক ভালো। ভালভার্দের মতো বিশ্বসেরা কোচের অধীনে আমরা মেসিকে ছাড়াও যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারি।

    প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে মার্সেলোর গোলে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল রিয়াল। সুয়ারেজদের পাল্টা আক্রমণে সেটা আর হয়ে ওঠেনি। রক্ষণাত্মক ভঙ্গিতে না খেলে গোলের জন্য মরিয়া ছিল বার্সা। সেটাই তাদের জয় এনে দিয়েছে বলে বিশ্বাস সুয়ারেজের, ‘দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। গোলের পর অনেক সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আমরা পাল্টা আক্রমণ করে তাদের রক্ষণভাগকে এলোমেলো করে দিয়েছি। এজন্যই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে গেছে।’